Sujan Chakraborty

মমতার থেকেই মন্দির, মসজিদের রাজনীতি শিখেছে হুমায়ুন : সুজন চক্রবর্তী

রাজ্য

‘তৃণমূল যাকে সাসপেন্ড করে পরে তাকেই বড় নেতা করে। তৃণমূলের নেতাদের না জানিয়ে হুমায়ুন কবীর চলে এটা ভাবা ভূল। কংগ্রেস, বিজেপি ঘুরে ফের তৃণমূল। এই হুমায়ুন বলেছিল হিন্দুদের কেটে গঙ্গায় ভাসিয়ে দেবো তখন কোন পদক্ষেপ নেয়নি।’ হুমায়ুন কবীরের সাসপেনশন প্রসঙ্গে বললেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী।
বৃহস্পতিবার তৃণমূলের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে ফিরহাদ হাকিম ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের সাসপেনশনের কথা ঘোষণা করেন। তিনি বলেন, বেলডাঙায় বাবড়ি মসজিদ তৈরির যেই কথা বলেছেন তা রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য তাকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে। এদিন ফিরহাদ দাবি করেন হুমায়ুন যদি স্কুল, কলেজ তৈরির কথা বলতো তাহলে তাকে সমর্থন করা যেতো। 
এদিন সুজন চক্রবর্তী বলেন, ‘স্কুল, কলেজ, হাসপাতাল সব ধ্বংস করেছে তৃণমূল এখন ববি হাকিম স্কুল, কলেজের কথা বলছে কী করে? মমতা মন্দির করছে ওর আশীর্বাদ নিয়েই তো ভরতপুরের বিধায়ক বাবরি মসজিদ করার কথা ঘোষণা করেছে।’ 
রাজ্যপাল অনন্ত মহারাজ দুজনে দাবি করেছে হুমায়ুন কবীরকে আগাম গ্রেপ্তার করার কথা বলেছেন এই প্রসঙ্গে চক্রবর্তী বলেন, ‘হুমায়ুন কবীর যখন বলেন ৩০ ভাগ হিন্দুদের কেটে গঙ্গায় ভাসিয়ে দেবো তখন সরকার কোন পদক্ষেপ নেয়নি। সেই সরকার তাকে আগাম গ্রেপ্তার করবে এটা ভাবা উচিত নয়।’

Comments :0

Login to leave a comment