Indian Super League

আইএসএলের ফাইনালে সুনীল ব্রিগেড

খেলা

FCG vs BFC ISL ছবি সৌজন্য - আইএসএল

রবিবার নাটকে মোড়া আইএসএলের প্রথম সেমিফাইনালের দ্বিতীয় পর্বের ম্যাচ। ফতরদায় এফসি গোয়ার কাছে ২-১ গোলে হারলেও দুই পর্ব মিলিয়ে ৩-২ ফলাফলে ফাইনালের টিকিট পাকা করল বেঙ্গালুরু এফসি। ম্যাচের ৪৯মিনিটে বোরহা  এবং ৮৮মিনিটে সাদিকু গোল করে দুই পর্ব মিলিয়ে তখন ফলাফল চলছিল ২-২। ম্যাচ পুরোপুরি নিয়ন্ত্রণ করছিল গোয়া। তবে ম্যাচের শেষের দিকে গোয়ান ডিফেন্ডারের ভুলে বল পেয়ে যান উদান্তা। পাস্ দেন পরিবর্ত হিসেবে নাম সুনীলের উদ্দেশ্যে। সেই বল ফলো করে হেডে দারুন ফিনিশ সুনীলের। এই বয়সেও ফিটনেসের চূড়ান্ত পর্যায়ে রয়েছেন এই তারকা। তার গোলের সৌজন্যেই ফাইনালে প্রথম দল হিসেবে জায়গা করে নিল বেঙ্গালুরু। সোমবার যুবভারতীতে জামশেদপুরকে অন্তত ২গোলের ব্যবধানে হারাতেই হবে মোহনবাগানকে। তবেই ফাইনালে দেখা মিলবে বেঙ্গালুরু বনাম মোহনবাগানের হাইভোল্টেজ ম্যাচের।

Comments :0

Login to leave a comment