Minakshi Mukherjee

তালডাংরায় প্রচারে মিনাক্ষী মুখার্জি

রাজ্য জেলা

গরীব, প্রান্তিক মানুষের হাতে কাজ, শাসকদলের রাজনৈতিক আনুগত্য না দেখে দুর্নীতিমুক্তভাবে মানুষের মাথা গোঁজার ঠাঁই প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি প্রকৃত প্রাপকদের দেওয়া এসব কথা সোচ্চারে বিধানসভায় বলার জন্য বামফ্রন্টের সিপিআই(এম) প্রার্থীকে আগামী ১৩ নভেম্বর তালডাংরা বিধানসভার উপনির্বাচনে জয়ী করার আহ্বান জানানো হল সোমবার দুটি জনসভার মধ্যে দিয়ে। এদিন সিমলাপালের দুররাজপুর গ্রামে ও তালডাংরা বাজারে দুটি সভা হয়। দুটি সভাতেই বহু মানুষ হাজির হয়েছিলেন। সভায় পার্টি নেতৃত্ব বলেন, গ্রাম গঞ্জে মানুষের হাতে কাজ নেই। নেই মাথা গোঁজার ঠাঁই। মানুষের এই আশু দাবী নিয়ে লালঝান্ডা ধারাবাহিকভাবে লড়াই চালিয়ে যাচ্ছে। তৃণমূল কংগ্রেসের সরকারকে বাংলা থেকে না সরালে মানুষ তার অধিকার ফিরে পাবেনা। তাচ্ছিল্য ও ভয়ভীতির মধ্যে দিয়েই মানুষকে কাটাতে হবে। তাঁরা জানান, এবারের উপনির্বাচনে সরকার পড়ে যাওয়ার কোন ব্যাপার নেই। কিন্তু বামপন্থীদের জয়ের মধ্যে দিয়ে শাসকদলকে হলুদ কার্ড দেখাতে হবে। এর উপর ভিত্তি করেই ২০২৬’র বিধানসভার সাধারণ নির্বাচনে মানুষ আরও ঐক্যবদ্ধ হবেন। তাঁরা জানান, তৃণমূল আর বিজেপি যে একই তা মানুষের বুঝতে আর বাকি নেই। দিল্লী থেকে বাংলায় তৃণমূলই বিজেপিকে এনেছিল। তাই দুদলের মধ্যে পরিপূর্ণ সেটিং আছে। গরীব মানুষজের ভরসা লালঝান্ডাই। এদিন তালডাংরা বাজারের সভায় বক্তব্য রাখেন সিপিআই(এম) নেতা অমিয় পাত্র, পার্টি নেত্রী মিনাক্ষী মুখার্জি, প্রার্থী দেবকান্তি মহান্তি। সিমলাপালের দুবরাজপুরের সভায় বলেন, সিপিআই(এম) নেত্রী দেবলীনা হেমব্রম, মীনাক্ষী মুখার্জি, বিপ্লব দাসমহন্ত।  ছিলেন পার্টির জেলা সম্পাদক অজিত পতি। সিমলাপালে সভা পরিচালনা করেন সঞ্জয় মান্ডি ও তালডাংরায় জয়গোপাল কর। 

Comments :0

Login to leave a comment