আগেই সিন্ধান্ত ছিলো শ্রমিকদের ২০ শতাংশ বোনাস না দিলে আন্দোলনে নামবে জয়েন্ট ফোরাম। সেই মোতাবেক বোনাসের দাবিতে বুধবার আলিপুরদুয়ারের কাদম্বিনী চা বাগানের শ্রমিকরা গেট মিটিং করে। জয়েন্ট ফোরামের নেতৃত্ব নৃপেন খাসনবিস, পঞ্চায়েত উড়াও, অশোক মাহালি বক্তব্য রাখেন।
এর আগে দু’বার ভেস্তে গিয়েছে চা বাগানের বোনাস বৈঠক। ফলে ঝুলে রয়েছে প্রায় তিন লক্ষ চা শ্রমিকের বোনাস। এনিয়ে কলকাতায় ৫ ও ৬ অক্টোবর পরবর্তী বৈঠক রয়েছে। যেহেতু পুজোর আর দেরি নেই, তাই ওই বৈঠক পর্যন্ত অপেক্ষা করা যাবে না। তাদের বক্তব্য, যে সব বাগান দুর্বল বলে মালিকদের তরফে তালিকা জমা দেওয়া হয়েছে, সেগুলি বাদ দিয়ে বাকি বাগানগুলি ২০ শতাংশ হারে দ্রুত বোনাস দেওয়া শুরু করুক। গতবার ২০ শতাংশ হারে চা বাগানে বোনাস দিয়েছিল মালিকপক্ষ। ফলে এবারও একই হারে বোনাসের দাবিতে দিতে হবে। তাদের কথায় মালিক পক্ষ যদি ২০ শতাংশ বোনাস না ঘোষণা করে তাহলে আন্দোলনের ঝাঁঝ আর বাড়বে। জানা জায় আগামীকাল থেকে আলিপুরদুয়ার জেলার বাকি বাগান গুলিতেও আন্দোলন শুরু হবে।
Comments :0