Tea Gardens Workers

চা শ্রমিকদের বিক্ষোভ ডুয়ার্সে

রাজ্য জেলা

ভারত ভুটান সীমান্তের সরক অবরোধ করে চা শ্রমিকদের বিক্ষোভ বানারহাটে।

উৎসবের আগমুহূর্তে চা শ্রমিকদের বিক্ষোভ বাড়ছে ডুয়ার্সে। দাবি মতো বোনাস না মেলায় বিক্ষোভে সামিল হয়েছেন বাগানের শ্রমিকরা। কোথাও বোনাস পেয়ে শ্রমিকদের মধ্যে খুশির হাওয়া আবার কোথাও বোনাসের দাবিতে জাতীয় সড়ক ও সার্ক রোড অবরোধ করলেন একাধিক চা বাগানের শ্রমিকরা। বৃহস্পতিবার এইরকম খন্ডচিত্র দেখা গেল চা বাগান অধ্যুষিত ডুয়ার্স এলাকায়। 
গত ২২ সেপ্টেম্বর কলকাতার বেঙ্গল চেম্বার অফ কমার্স ভবনে ত্রিপাক্ষিক বৈঠকের মধ্যে দিয়ে ডুয়ার্সের চা বাগান গুলির বোনাস প্রদান নিয়ে চুক্তি হয়। চুক্তি অনুযায়ী সর্বোচ্চ ১৬ শতাংশ হারে বোনাস দেওয়ার বিষয় নিয়ে চা বাগান মালিকদের সন্মেলিত সংগঠন সিসিপিএ'য়ের সঙ্গে শ্রমিক সংগঠন গুলির চুক্তি হয়। কয়েকটি চা বাগানের ক্ষেত্রে অপেক্ষাকৃত কম হারে বোনাস ঘোষিত হয়। বোনাস ঘোষিত হতেই সাইলি, বাতাবাড়ি সহ ডুয়ার্সের বিভিন্ন চা বাগান গুলিতে ২০ শতাংশ হারে দেওয়ার দাবি নিয়ে বিক্ষোভ শুরু হয়। 
পাশাপাশি কয়েকটি চা বাগানের শ্রমিকরা চুক্তি মতো ১৬ শতাংশ হারে বোনাস হাতে নিয়ে পুজোর কেনাকাটা শুরু করে দিয়েছেন। ইতিমধ্যেই মাল ব্লকের পাথরঝোড়া, নিদাম সহ কয়েকটি বোনাস দেওয়া হয়ে গেছে। এদিন দেখা গেল বোনাস প্রদান চলছে। শ্রমিকদের মধ্যে খুশির হাওয়া দেখা গেছে। 


২০ শতাংশ বোনাসের দাবিতে লুকসান চা বাগান শ্রমিকদের ১৭ নং জাতীয় সড়ক অবরোধ।

এরই পাশাপাশি বৃহস্পতিবার নাগরাকাটা ব্লকের লুকসান চা বাগানের শ্রমিকরা ২০ শতাংশ বোনাসের দাবিতে ১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে।
শ্রমিকদের বক্তব্য, ঘোষিত ১৬ শতাংশ বোনাস আমরা মানছি না। কারা চুক্তি করেছে জানিনা। সারা বছর রোদ বৃষ্টিতে কাজ করতে হয়। সেখানে গত বছরের তুলনায় কম বোনাস মানা যায়না। 
এদিন বৃষ্টিকে উপেক্ষা করে ছাতা মাথায়, রাস্তা অবরোধে সামিল হন চা শ্রমিকরা। কুড়ি শতাংশ বোনাসের দাবিতে আগের দিন গ্যান্দ্রাপাড়া বাগানের শ্রমিকদের পর এবার পলাশবাড়ি চা বাগানের শ্রমিকরা ইন্দো ভূটান সড়ক অবরোধ করেন। প্রায় পাঁচ ঘন্টা গাড়ি চলাচল বন্ধ থাকে এই সড়কে। বানারহাট থেকে ভুটানগামী সড়কের দুধারে গাড়ির দীর্ঘ লাইন দেখা যায়। এদিকে ঘটনা স্থলে পৌঁছেছে বানারহাট থানার বিশাল পুলিশ বাহিনী। শ্রমিকদের দাবি ১৬ শতাংশ বোনাস কোনভাবে তারা মানবেন না, তাই কুড়ি শতাংশ বোনাস দিতে হবে মালিক কর্তৃপক্ষকে। আর সেই দাবিতে ছাতা মাথায় নিয়ে রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন শ্রমিকরা। ডুয়ার্সের বানারহাট পলাশবাড়ি চা বাগানের ঘটনা।
বৃষ্টিকে উপেক্ষা করে এদিন বাগান শ্রমিকরা বোনাসের দাবিতে বিক্ষোভ সামিল হন। 
চা বাগানের শ্রমিক সালমা বেগম বলেন, ‘‘জিনিসপত্রের দাম অনেক বেড়েছে পুজায় নতুন জামা কাপড় কিনতে হবে বাচ্চাদের। ১৬ শতাংশ বোনাসে কিছুই হবে না। আমরা কুড়ি শতাংশ বোনাস চাই। যদি মালিক কর্তৃপক্ষ এই বোনাস পুজোর আগে না দেন, তাহলে এই আন্দোলন বৃহত্তর হবে।

Comments :0

Login to leave a comment