Drowned

মহানন্দায় স্নান করতে নেমে মৃত্যু হল ৩ ভাইয়ের

রাজ্য জেলা

মহানন্দা নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল তিন কিশোর। রবিবার দুপুরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মালদহের রতুয়ার দুই নম্বর ব্লকের মাগুরা গ্রামে। মৃত তিন কিশোর হল বিশ্বজিৎ চৌধুরী(১৩), সত্যজিৎ চৌধুরী(১২) এবং আদিত্য চৌধুরী (১৩)। মৃতেরা একই পরিবারের সম্পর্কে খুড়তুতো ভাই। বিশ্বজিৎ মাগুরা জুনিয়র হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র। সত্যজিৎ গাজোলের একটি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ত। কালিয়াচকের একটি আবাসিক স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল আদিত্য৷

পরিবারের সূত্রে পাওয়া খবরে জানা গেছে, এদিন দুপুরে তিনজন মহানন্দা নদীতে স্নান করতে গিয়েছিল৷ হঠাৎ চোরা স্রোতে তলিয়ে যায় তিন ভাই৷ নদীর পাশের থাকা মানুষজন প্রথমে ঘটনা দেখতে পান। তাঁদের মধ্যে কয়েকজন তিন কিশোরকে বাঁচাতে নদীতে ঝাঁপিয়ে পড়েন। আসে পুলিশ উদ্ধার কাজে হাত লাগান স্থানীয়রাও। তিন জনকে উদ্ধার করে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়।চিকিৎসকেরা তিনজনকে মৃত বলে ঘোষণা করেন। দেহগুলি ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যালে পাঠানো হয়েছে৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন