বুধবার সকালে হাওড়া কর্পোরেশনের ভিতরে গাছ পড়ে মৃত্যু হলো দুইজন অস্থায়ী কর্মীর। মৃত ব্যক্তিদের নাম উমেশ মাহাতো(৫১) ও মহম্মদ নূর ইসলাম( ৫৫)। সোমবার রাতে নাইট ডিউটি শেষের দিকে মঙ্গলবার ভোর ৫.৪০ মিনিট নাগাদ হাওড়া কর্পোরেশনের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যানের ঘরের সামনে একটি বড় পুরাতন গাছ আচমকাই ভেঙে পড়ে। সেই সময়ে চেয়ারম্যানের ঘরে উল্টো দিকে নিরাপত্তা রক্ষীদের ঘরের সামনে বসেছিলেন উমেশ মাহাতো, মহম্মদ নূর ইসলাম ও মহম্মদ হানি মন্ডল। ঘটনাস্থলে মৃত্যু হয় স্বাস্থ্য বিভাগের অস্থায়ী কর্মী উমেশ মাহাতোর। গুরুতর আহত অবস্থায় হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় নিরাপত্তা রক্ষী মহম্মদ নূর ইসলামের। প্রত্যক্ষদর্শী মহম্মদ হানি মন্ডল জানান, সকাল ৬ টায় ডিউটি শেষ হবার আগে কর্পোরেশনের গেটের সামনে তিনজন বসে গল্প করছিলেন। আচমকাই গাছটি ভেঙ্গে পড়ে তাদের উপর। সামান্য আঘাত পেলেও বেঁচে যান মহম্মদ হানি মন্ডল।। রক্ষণাবেক্ষনের অভাবের জন্য এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করছেন পৌরসভার কর্মীরা।
Howrah
গাছ পড়ে হাওড়া পৌরসভার দুই অস্থায়ী কর্মীর মৃত্যু

×
Comments :0