কোচবিহার থেকে শুরু হয়েছে বাংলা বাঁচাও যাত্রা। ২৯ নভেম্বর তুফানগঞ্জ থেকে শুরু হয় যাত্রা। ওই দিনই কোচবিহারের এক সিপিআই(এম) কর্মীর ওপর হামলা হয়। সেই হামলাকে উপেক্ষা করে তিনি আসেন সমাবেশে।
সোমবার রাতের অন্ধকারে কোচবিহার ১নং ব্লকে সিপিআই(এম)এর দুটি দপ্তরে হামলা চালিয়েছে তৃণমূলের দুষ্কৃতিরা। দলীয় দপ্তরে থাকা আসবাবপত্রে ভাঙচুর চালায় তারা। রীতিমতো দরজা ভেঙে দপ্তরের প্রবেশ করে এই দুষ্কৃতির দল।
এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকালে কোচবিহার ধলুয়াবাড়ি ও পানিশালা পাকুরতলা বাজার এলাকায় আক্রান্ত দলীয় দপ্তর পরিদর্শনের পাশাপাশি প্রতিবাদ মিছিল করা হয় সিপিআই(এম) এর পক্ষ থেকে। নেতৃত্বে ছিলেন সিপিআই(এম) কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায়, সিপিআই(এম) নেতা মহানন্দ সাহা, অমিত দত্ত, আকিক হাসান, জলিল উদ্দিন আহমেদ, নীহার দাস প্রমুখ। এদিন এই আক্রান্ত দুই সিপিআই(এম) দপ্তরে দলীয় পতাকা উত্তোলন করেন অনন্ত রায়।
২৯ নভেম্বর কোচবিহার জেলার তুফানগঞ্জ থেকে শুরু হয় সিপিআই(এম)র বাংলা বাঁচাও যাত্রা। এই যাত্রার প্রচার কার্যত ঝড় তোলে জেলার বিভিন্ন গ্রামীণ এলাকায়। আর এই যাত্রার প্রারম্ভিক সমাবেশে যোগ দিতে দেখা যায় জেলার প্রান্তিক এলাকার অগণিত সাধারণ মানুষদের। লাল ঝাণ্ডার প্রতি সাধারণ মানুষের এই আস্থা এবং বিশ্বাস দেখে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে তৃণমূলীরা। তারা বুঝতে পেরেছেন, রাজনৈতিক ভাবে সাধারণ মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছেন তারা। এই রাজনৈতিক জমি হারানোর ভয়েই সিপিআই(এম) দপ্তরে এই নির্লজ্জ হামলা তাদের বলে অভিমত রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের।
এই প্রসঙ্গে বলতে গিয়ে সিপিআই(এম) কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায় এদিন বলেন, যেহেতু সামনে নির্বাচন। তাই মানুষের মধ্যে ভীতি তৈরি করতে ঠান্ডা মাথায় এই আক্রমণ চালিয়েছে তৃণমূলের দুষ্কৃতীরা। তিনি বলেন, এটাই তৃণমূলের সংস্কৃতি। যেহেতু কোচবিহার থেকে সিপিআই(এম)এর বাংলা বাঁচাও যাত্রা শুরু হয়েছে, তাতে মানুষের উৎসাহ দেখে ভীত সন্ত্রস্ত তৃণমূল। ইতিমধ্যেই বিভিন্ন জেলা স্পর্শ করেছে এই বাংলা বাঁচাও যাত্রা, কিন্তু কোন জেলাতেই এধরনের ঘটনা ঘটেনি। কোচবিহার জেলায় এই ঘটনা ঘটালো তৃণমূল। জেলার মান সম্মান ধুলোয় লুটিয়ে দিয়েছে এরা। এরা জনগণ থেকে যত বিচ্ছিন্ন হচ্ছে, ততই এসব করছে বলে এদিন জানান অনন্ত রায়। তিনি বলেন, সাধারণ মানুষ এসব মেনে নেবে না। আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয় অবশ্যম্ভাবী।
Coachbihar
কোচবিহারে সিপিআই(এম)’র দুই কার্যালয়ে হামলা, প্রতিবাদ নেতৃত্বের
×
Comments :0