আরজি কর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে তৃণমূলের হুমকির মুখে পড়তে হলো মোহনবাগান সমর্থক শীলাদিত্য ব্যানার্জিকে। হালতু বাজার এলাকায় ছোট দোকান চালান এই যুবক। ওই দোকানই তার পরিবারের একমাত্র রুটি রুজি। সোমবার সকাল থেকে কলকাতা পৌরসভার ১০৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা তরুণ মণ্ডলের ঘনিষ্টরা শীলাদিত্যকে হুমকি দিচ্ছে দোকান তুলে দেওয়ার।
প্রতিদিন সন্ধ্যায় রাস্তার ধারে একটা টেবিল পেতে অস্থায়ী দোকান দেন ওই যুবক। তার জন্য টাকা দিতে হয় শাসক দলের লোকদের। রবিবার ডার্বি বাতিল করে দেওয়ায় এবং আরজি কর কাণ্ডের বিচার চেয়ে যেই প্রতিবাদ সঙ্গঠিত করেছিলেন মোহনবাগান এবং ইস্টবেঙ্গল সমর্থকরা তাতে ছিলেন শীলাদিত্য। সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে তার এক ছবি। যেখানে দেখা যাচ্ছে তার কাঁধে উঠে একজন ইস্টবেঙ্গল সমর্থক স্লোগান দিচ্ছেন বিচার চেয়ে। তারপর থেকেই হুমকির মুখে পড়তে হচ্ছে ওই যুবককে।
অন্যদিকে রবিবার কলকাতার তিন প্রধানের সমর্থদের ওপর লাঠি চালায় পুলিশ। গ্রেপ্তার করা হয় অনেককে। কিন্তু এখনও পর্যন্ত দুই দলের অনেক সমর্থককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানা গিয়েছে। সোমবার কলকাতা হাইকোর্ট এই নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে।
TMC Threat
শাসক দলের হুমকির মুখে মোহনবাগান সমর্থক
×
Comments :0