SFI

হামলা তৃণমূলের, কলেজ স্ট্রিট অবরোধ এসএফআই’র

কলকাতা

পুলিশের সামনেই তৃণমূলের হামলার প্রতিবাদে কলেজ স্ট্রিটের রাস্তায় অবরোধে বসল এসএফআই। কলকাতা বিশ্ববিদ্যালয় মেইন ক্যাম্পাসের সামনে রাস্তায় বসে রয়েছে ছাত্রছাত্রীরা। এসএফআই (SFI) নেতৃবৃন্দ জানিয়েছেন ক্যাম্পাসের ভেতর দ্বারভাঙা হলের সামনে সভা চলছিল। বহিরাগতদের নিয়ে তৃণমূল (TMCP) আক্রমণ করে। আক্রমণ প্রতিহত করা হয়। একাধিক ছাত্রী আক্রন্ত হয়েছে। ইউজিসির নির্দেশিকার প্রতিবাদে সভা করছিল এসএফআই।

২৬ নভেম্বর ‘ভারত গণতন্ত্রের জননী’ শীর্ষক আলোচনাসভা করার জন্য রাজ্যপালদের কাছে চিঠি পাঠিয়েছে ইউজিসি (UGC)। এমনকি জাত ভিত্তিক খাপ পঞ্চায়েতও ভারতের গণতন্ত্রের ঐতিহ্য বলে দেখানোর কথা বলা হয়েছে। দেশের ৯০টি বিশ্ববিদ্যালয়ে এমন আলোচনাসভার আয়োজন করতে বলা হয়েছে। বর্ণাশ্রমকে গৌরবের বলে প্রচারের কথা রয়েছে নির্দেশিকায়।

মঙ্গলবার  সভা চলাকালীন আচমকাই চড়াও হয় তৃণমূলের বাহিনী। এসএফআই জেলা সভাপতি দেবাঞ্জন দে, নেত্রী সম্পৃক্তা বসু আক্রমণের শিকার হন। ছাত্রছাত্রীদের অনেকেই আহত হয়েছেন। পুলিশ প্রশাসনকে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে এই দাবিতে চলছে অবরোধ।

Comments :0

Login to leave a comment