সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ। বিবিসি বাংলা জানাচ্ছে, শুক্রবার নরসিংদীর কারাগারে হামলা চালিয়েছে একাংশ। একসময় কারাগারের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে নিরাপত্তা বাহিনী। সেই সময় কয়েকশো কয়েদি পালিয়ে গিয়েছে বলে অভিযোগ।
বিবিসি জানাচ্ছে, শুক্রবার বিকেলে নরসিংদী জেলা পুলিশ সুপারের অফিস, জেলা পরিষদ ভবন ও জেলা কারাগারে হামলা চালানো হয়। ব্যপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। শুক্রবার অবধি নরসিংদী কারাগারে এক হাজারের কাছে বন্দী ছিল। তাদের মধ্যে বহু জঘন্য অপরাধে দন্ডিত অপরাধীও রয়েছে। এক হাজারের মধ্যে কয়েকশো বন্দী পালিয়ে গিয়েছে বলে খবর। পলাতক বন্দীদের পরিচয় যদিও এখনও প্রকাশ্যে আসেনি।
নরসিংদীর পাশাপাশি ঢাকা-মিরপুর, সাভার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রামপুরা, গুলশান, পল্টন, শান্তিনগর সহ গোটা বাংলাদেশ জুড়ে শুক্রবার অশান্তির খবর মিলেছে। বাংলাদেশের সংবাদমাধ্যম জানাচ্ছে, ঢাকায় নতুন করে ৩জনের মৃত্যু হয়েছে। চলছে হেলিকপ্টার টহল।
একইসঙ্গে বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ ব্যাঙ্কের ওয়েবসাইটও এদিন হ্যাক হয়েছে বলে খবর। ‘দ্য রেজিসটেন্স’ নামে একটি সংগঠন এই কাজের দায় স্বীকার করেছে।
Comments :0