BY-ELECTION

বেলা ৩টে পর্যন্ত ভোটদানের হার

রাজ্য

পশ্চিমবঙ্গের ৬ আসনে উপনির্বাচন হচ্ছে আজ। উত্তরবঙ্গের  মাদারিহাট ও সিতাই বাঁকুড়ার তালডাংরা, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর, উত্তর ২৪ পরগনার নৈহাটি ও হাড়োয়া। সকাল ৭টা থেকে ভোট গ্রহণ পর্ব শুরু হয়ে গেছে। 
নৈহাটিতে ৫২.৪ শতাংশ, হাড়োয়ায় ৬৩.১১ শতাংশ, মেদিনীপুরে ৬১.৫৪ শতাংশ।
রাজ্যের উপনির্বাচনে যাতে কোনও রকম অশান্তির ঘটনা না ঘটে সেজন্য ১০৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী রয়েছে বাঁকুড়ার তালড্যাংরায়। ২২ কোম্পানি বাহিনী রয়েছে এই কেন্দ্রে। সিতাই, মাদারিহাট ও হাড়োয়ায় রয়েছে ১৮ কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী। নৈহাটি ও মেদিনীপুরে যথাক্রমে ১৩ ও ১৯ কোম্পানি বাহিনী। ভোট শুরু হওয়া থেকেই রাজ্য জুড়ে একাধিক ঝামেলার খবর আসছে। নৈহাটি সিপিআই(এমএল) প্রার্থীর এজেন্টের বাড়িতে ঢুকে হামলার অভিযোগ উঠেছে। ওই কেন্দ্রের বিভিন্ন বুথে বাম এজেন্টদের ঢুকতে বাঁধা দেওয়ার অভিযোগ করেছেন সিপিআই(এমএল) প্রার্থী দেবজ্যোতি মজুমদার।
সিতাই বিধানসভার  সিতাই ১ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ৬/৬০ নম্বর বুথ থেকে বাম প্রার্থীর পোলিং এজেন্ট খুশবু বিবিকে ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।

Comments :0

Login to leave a comment