দিল্লির বসন্ত বিহারে দেওয়াল ধসে চাপা পড়েছেন একাধিক শ্রমিক। শুক্রবার ভোরে বসন্ত বিহারে দেওয়াল ধসে পড়ার খবর পায় দমকল। উদ্ধারের কাজ চলছে। তবে বিকেল পর্যন্ত শ্রমিকদের উদ্ধার করা যায়নি।
সঠিক সংখ্যা জানাতে না পারলেও জাতীয় বিপর্যবক মোকাবিলা বাহিনীর অনুমান দেওয়াল ধসে চাপা পড়ে রয়েছেন অন্তত ৩ শ্রমিক। তাঁরা প্রত্যেকেই নির্মাণ শ্রমিক। দিল্লির বিপর্যয় মোকাবিলা বাহিনী, পুলিশও উদ্ধার কাজে যুক্ত রয়েছে।
দমকলের এক আধিকারিক জানাচ্ছেন, নির্মাণের জন্যই একটি গভীর গর্ত খোঁড়া হয়েছিল। তার ওপর ধসে পড়ে দেওয়াল। গর্তে সে সময় কাজ করছিলেন শ্রমিকরা। গর্তে জলও রয়েছে। ডুবুরিও আনা হয়েছে উদ্ধারের জন্য।
বিকেল পর্যন্ত ক্রেন দিয়ে ভেঙে পড়া নির্মাণের অংশ সরানোর কাজ চলছে। জল সরানোর জন্য পাম্প ব্যবহার করা হচ্ছে। দিল্লিতে টানা অসহ্য দাবদাহের পর শুক্রবার ভালো বৃষ্টি হয়েছে। সাময়িক স্বস্তি পেয়েছেন দিল্লিবাসী। কিন্তু, বৃষ্টির জেরেই বসন্ত বিহারের এই নির্মাণের জায়গায় ধস নেমেছে।
Delhi Wall Collapse
দিল্লিতে ধসে পড়ল দেওয়াল, আটকে অন্তত তিন শ্রমিক
×
Comments :0