BHOPAL GAS TRAGEDY

ভোপাল গ্যাস বিপর্যয়: সুপ্রিম কোর্টে বাতিল
কেন্দ্রের অতিরিক্ত ক্ষতিপূরণের আবেদন

জাতীয়

BHOPAL GAS TRAGEDY

ভোপাল গ্যাস বিপর্যয়ের ক্ষতিপূরণের জন্য অতিরিক্ত অর্থের আবেদন খারিজ করেছে সুপ্রিম কোর্ট। ১৯৮৪’র এই ভয়াবহ বিপর্যয়ের ক্ষতিপূরণ বাবদ সংশ্লিষ্ট সংস্থার থেকে অতিরিক্ত অর্থ চেয়েছিল কেন্দ্রীয় সরকার।

ভোপাল গ্যাস বিপর্যয়ের জন্য দায়ী বহুজাতিক রাসায়নিক সংস্থা ইউনিয়ন কার্বাইডের মালিকানা পরে যায় ডাউ কেমিক্যালসের হাতে। ভোপালের প্ল্যান্টে ‘মিক’ গ্যাস লিক করে ৫ হাজার ২৯৫ জনেরও বেশি মানুষ মারা যান। সরকারি হিসেবের বাইরেও বহু মানুষ প্রাণ হারিয়েছেন। পঙ্গুত্ব, অন্ধত্বের শিকার হয়েছেন অন্তত ৫ লক্ষ ৬৮ হাজার ২৮২ জন। এই ঘটনাকে বিশ্বের সবচেয়ে খারাপ শিল্পকেন্দ্রে বিপর্যয়গুলির মধ্যে একটি বলে বিবেচনা করা হয়।

কেন্দ্র চেয়েছিল যে ক্ষতিপূরণের মামলাটি পুনরায় চালু করা হোক। ইউনিয়ন কার্বাইডের বর্তমান মালিক সংস্থা গ্যাস লিকে অতিরিক্ত ৭,৮৪৪ কোটি টাকা ক্ষতিপূরণ দিক। কেন্দ্রের যুক্তি, ১৯৮৯ সালে জীবন এবং পরিবেশের প্রকৃত লোকসানের মূল্যায়ন সঠিকভাবে করা যায়নি।

মঙ্গলবার আবেদনটি প্রত্যাখ্যান করে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ। দীর্ঘসময় কেন্দ্রের সরকার কেন চুপ করে ছিল, বিচারপতিরা সেই প্রশ্ন তোলেন। আদালত আরও বলেছে যে কেন্দ্র দু'দশক পরে হঠাৎ এই বিষয়টি উত্থাপন করার পেছনে কারণ কী তা দেখায়নি। 

শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে পড়ে থাকা ৫০ কোটি টাকা বকেয়া ক্ষতিপূরণ মেটানোর করার জন্য ব্যবহার করা হবে। 

ভোপালে একাধিক সংগঠন ক্ষতিপূরণ, পুনর্বাসনের দাবিতে দীর্ঘদিন সরব। 

Comments :0

Login to leave a comment