আসামের গোলপাড়া এলাকায় হাতির আক্রমণে প্রাণ হারালেন তিন জন। আহত দুইজন। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে বলে জানেয়েছেন লাখিপুরের ফরেস্ট রেঞ্জার ধ্রুব দত্ত। হাতির আক্রমণে দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি জানিয়েছেন।
বৃহস্পতিবার জঙ্গল থেকে হঠাৎ একদল হাতি চলে আসে রাস্তায়। সড়কের পাশ দিয়ে যাওয়া একটি অটোতে হামলা চালায়। ক্ষুব্ধ হাতির দল অটোটি উল্টে দেয়। অটো থেকে নামার পর যাত্রীরা এদিক ওদিক দৌড়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করতে থাকে। হৈচৈ পড়ে যায় ঘটনাস্থলে। সেখানেই থেমে থাকেনি হাতির দল। পাশ দিয়ে যাওবা একটি মারুতি গাড়ির উপর লক্ষ্য করে আঘাত করে। গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই হামলায় এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন।
সেই সময় রাস্তার পাশ দিয়ে যাওয়া লোকজন সাহায্যের জন্য ছুটে আসেন। খবর পেয়ে স্থানীয় মানুষজন ঘটনাস্থলে ছুটে আসেন। হাতিকে জঙ্গলে ফিরিয়ে দেয়। বিষয়টি পুলিশ ও বন দপ্তরকে জানান স্থানীয়রাই।
Comments :0