Separate Road Accidents

২টি পৃথক পথ দুর্ঘটনায় মৃত অন্তত ১০ , জখম বহু

জাতীয়

শীতের শুরুতেই গুজরাটে দুর্ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। ভাবনগর-সোমনাথ হাইওয়েতে আরেকটি দুর্ঘটনা ঘটেছে মঙ্গলবার সকালে তাতে ৬ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন অন্তত ১৫ জন।
পুলিশ সুপার হর্ষদ প্যাটেল জানিয়েছেন, ‘‘ভাবনগর-সোমনাথ হাইওয়েতে সুরাট থেকে রাজুলা যাওয়ার একটি প্রাইভেট বাস, জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা মারে। সকাল ৬টা নাগাদ ত্রপাজ গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে, বাসটি ভাবনগর থেকে মহুয়ার দিকে যাচ্ছিল। বাসটি পেছন থেকে ট্রাকে ধাক্কা দেয়। সংঘর্ষটি এতটাই মারাত্মক ছিল যে বাসটির সামনের  অংশ সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। বাসে থাকা ছয় যাত্রীর মৃত্যু হয় এবং ১৫ জনেরও বেশি মানুষ গুরুতর আহত হয়। আহতদের চিকিৎসার জন্য ভাবনগরের স্যার তখতাসিংহজি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।’’ 
মাত্র একদিন আগে সুরাটের আমরোলিতে একটি সিটি বাস এক তরুণীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একই দিনে সুরাটের মগডাল্লায় এক অবসরপ্রাপ্ত ভারতীয় সেনা সদস্য দুর্ঘটনায় আহত হন। পরে তাঁর মৃত্যু হয়।
সংবাদ সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে জানা গেছে এদিনের দুর্ঘটনা এতটাই মারাত্মক ছিল যে বাসের একপাশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। বাসের প্যানেল কেটে দেহগুলো উদ্ধার করা হয়। বর্তমানে দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্থানীয় পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। 
অন্যদিকে উত্তরপ্রদেশের যমুনা এক্সপ্রেসওয়েতে সোমবার গভীর রাতে ভয়াবহ দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক চার জনকে মৃত বলে ঘোষণা করেন। খান্দৌলি থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজেশ কুমার চৌহান জানান, আগ্রার খান্ডৌলি থানা এলাকায় ১৬১ কিলোমিটারের মধ্যে একটি কন্টেনার ও ট্রাকের সংঘর্ষ হয়। সংঘর্ষের কারণে মাঝপথে কন্টেনার থেমে যায়। এসময় পেছন থেকে একটি গাড়ি এসে থামে, তাতে বসা যাত্রীরা কন্টেনার চালক ও সহযোগীর খোঁজ নিতে থাকেন। দেখেন কেবিনে আটকে পড়েন কন্টেনারের চালক। সাহায্য করতে গাড়ি থেকে তিনজন নেমে কন্টেনার চালকের অবস্থা জিজ্ঞেস করতে থাকেন। আটকে পড়া চালককে উদ্ধার করে রাস্তার এক ধারে নিয়ে যাচ্ছিলেন তাঁরা।সেই সময় পেছন থেকে আসা আরেকটি গাড়ি পাঁচ জনের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই চারজন মারা যান, একজন গুরুতর আহত হন। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সোমবার রাত ১টা নাদগ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আহত ব্যক্তিকে এসএন মেডিকেল কলেজে ভর্তি করে। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Comments :0

Login to leave a comment