Oman

ওমানে তেলের ট্যাঙ্কার ডুবে নিখোঁজ ১৩ ভারতীয় সহ ১৬

আন্তর্জাতিক

 

ওমান উপকূলে তেলের ট্যাঙ্কার ডুবে ১৩ ভারতীয়-সহ ১৬ জন ক্রু সদস্য নিখোঁজের খবর পাওয়া গেছে। বাকি তিনজন ক্রু ছিলেন শ্রীলঙ্কার। ঘটনাটি সোমবার দুপুরে ঘটেছে মঙ্গলবার এই ঘটনার কথা ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার(এমএসসি) এক্স-এর একটি পোস্টে জানিয়েছে।

এক্স-এর পোস্টে জানানো হয়েছে একটি কমোরো-পতাকাবাহী তেল ট্যাঙ্কার বন্দর শহর ডুকমের কাছে রাস মাদরাকাহ থেকে ২৫ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে ডুবে গেছে। ট্যাঙ্কারটি এডেনের ইয়েমেনি বন্দরের দিকে যাচ্ছিল। 

ডুকম বন্দরটি ওমানের দক্ষিণ-পশ্চিম উপকূলে অবস্থিত, সালতানাতের প্রধান তেল ও গ্যাস খনির প্রকল্পগুলির কাছাকাছি, যার মধ্যে একটি বড় তেল শোধনাগার রয়েছে যা ওমানের বৃহত্তম একক অর্থনৈতিক প্রকল্প ডুকমের বিশাল শিল্প অঞ্চলের অংশ। জাহাজটিকে এখন প্রেস্টিজ ফ্যালকন হিসেবে চিহ্নিত করা হয়েছে। জাহাজের ক্রুরা এখনও নিখোঁজ। নিখোঁজদের খোঁজে তল্লাশি চলছে। 

জাহাজটি ২০০৭ সালে নির্মিত একটি ১১৭-মিটার দীর্ঘ তেলের ট্যাঙ্কারটি উল্টে গিয়ে ডুবে গিয়েছে বলে জানা গেছে। ট্যাঙ্কার থেকে তেল সমুদ্রে পড়েছে কি না, সেই বিষয়ে এখনও স্পষ্ট জানা যায়নি।

Comments :0

Login to leave a comment