ডোনাল্ড ট্রাম্পকে গুলি করার কারণ জানতে পারেননি তদন্তকারীরা। রবিবার বিকেলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসন জানিয়েছে, হামলার চালানোর পর নিহত থমাস ম্যাথিউ ক্রুকের বাড়ি এখনও ঘিরে রেখেছে নিরাপত্তাবিহনী। রয়েছে বম্ব স্কোয়াডও। হামলার কড়া নিন্দা করেছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। নিন্দা করে রাষ্ট্রপতি জো বাইডেন বলেছেন, ‘হিংসার কোনও জায়গা নেই।’
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতি তথা রিপাবলিকানদের রাষ্ট্রপতি পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলাকারীর নাম প্রকাশ করলো এফবিআই। বিবৃতি দিয়ে মার্কিন তদন্ত সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে থমাস ম্যাথিউ ক্রুক নামে ২০ বছর বয়সী একজন যুবক প্রাক্তন রাষ্ট্রপতিকে খুনে চেষ্টা করেন। ঘটনা স্থলেই নিহত হয়েছেন এই অভিযুক্ত।
১৩ জুলাই পেনিসিলভানিয়ায় সভা চলাকালিন ট্রাম্পের ওপর হামলা করা হয়। ভরা সভায় তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। কান ঘেঁষে গুলি বেরিয়ে যায় গুলি। প্রাণে বাঁচেন তিনি।
এফবিআই জানিয়েছে অপরাধীকে চিহ্নিত করা গেলেও কী কারণে সে এই কাজ করেছে তা জানা যায়নি।
উল্লেখ্য, বিবিসি-কে দেওয়া সাক্ষাৎকারে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন ২০ বছর বয়সী ওই যুবককে ঘটনাস্থলেই গুলি করে ট্রাম্পের নিরাপত্তা কর্মীরা। ঘটনাস্থলেই নিহত হয় হামলাবাজ। তিনি বলেন, ওই যুবক একটি বাড়ির ছাদ থেকে ট্রাম্পকে লক্ষ করে গুলি করে। এই ঘটনায় ট্রাম্প সহ তিনজন আহত হয়েছেন। মৃত্যু হয়েছে একজনের।
Comments :0