Fake University

গোটা দেশে ২১টি ভুয়ো বিশ্ববিদ্যালয়, জানালেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী

জাতীয়

২১টি ভুয়ো বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে কেন্দ্র। মঙ্গলবার লোকসভায় জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি জানিয়েছেন যে, ২১টি ভুয়ো বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৮টি দিল্লিতে। যেই যেই রাজ্য গুলোয় এই বিশ্ববিদ্যালয় গুলো কাজ করছে সেই রাজ্য গুলোকেও নির্দেশ দেওয়া হয়েছে পদক্ষেপ নেওয়ার। ইউজিসির ওয়েবসাইটে এই ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। 
যেই প্রতিষ্ঠান নিজেদেরকে ‘বিশ্ববিদ্যালয়’ হিসেবে ভুল পরিচয় দিয়ে শিক্ষার্থীদের প্রতারণা ও প্রতারণা থেকে বিরত রাখতে ব্যবস্থা নেবে শিক্ষা দপ্তর এমনটা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

Comments :0

Login to leave a comment