হিমাচল প্রদেশের কুলুতে মালানা হাইড্রো পাওয়ার প্রজেক্টের একটি সুড়ঙ্গের ভিতরে চারজন শ্রমিক আটকা পড়েছে বলে খবর। জানা গেছে, শ্রমিকদের বের করে আনার জন্য উদ্ধার তৎপরতা চলছে। অতি বর্ষার কারণে এই অঞ্চলে ১ আগস্ট একটি বিশাল মেঘ ফাটে এবং ভূমিধস হয়। আগের দিন জলবিদ্যুৎ প্রকল্প অঞ্চল থেকে প্রায় ২৯ জনকে উদ্ধার করা হয়। মেঘ ফেটে একটি বাঁধে ফাটল ধরে গেছে। এখনও পর্যন্ত, এই অঞ্চলে পাঁচজনের মৃত্যু এবং ৫০ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। বিপর্যয় মোকাবিলা আধিকারিকরা জানিয়েছেন উদ্ধার কাজ চলছে তৎপরতার সাথে।
Cloud Burst at Himachal Pradesh
হিমাচলে মেঘ ফেটে বিপর্যয়, সুড়ঙ্গে আটক ৪ শ্রমিক
×
Comments :0