Gujarat Vote Congress

মিনিটে ৫৭ ভোট! গুজরাটে স্বচ্ছতায় প্রশ্ন তুলল কংগ্রেস

জাতীয়

Gujarat Vote Congress

মিনিটে ৫৭ ভোট! গুজরাটে স্বচ্ছতায় প্রশ্ন তুলল কংগ্রেস

গুজরাটের রাওপুরা কেন্দ্র বরোদায়। সেই কেন্দ্রের প্রতি বুথে প্রতি মিনিটে ৫৭টি করে ভোট পড়েছে। নির্বাচন কমিশনের তথ্যের নিরিখে ভোটদানের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলল কংগ্রেস। 

সোমবার কংগ্রেসের অন্যতম মুখপাত্র পবন খেরা সাংবাদিক সম্মেলনে গুজরাট ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেছেন, ‘‘ভোট মেশিনে ১টি ভোট দিতে ৬০ সেকেন্ড লাগে। দেখা যাচ্ছে গুজরাটের কোনও কোনও অঞ্চলেবিকেল ৫টা থেকে ৬টার মধ্যে ভোটদানের হার ৬.৫ শতাংশ বেড়েছে। এ কী করে সম্ভব!’’ 

 

কংগ্রেস প্রার্থীর তথ্যের ভিত্তিতে দলের বক্তব্য, বরোদার রাওপুরা কেন্দ্রে বিকেল পাঁচটায় ভোটে হার ছিল ৫১ শতাংশ। বিকেল ৬টায় দেখা যায় ভোটের হার ৫৭.৬৮ শতাংশ। কংগ্রেসের দাবি, রিটার্নিং অফিসারের সই করা তথ্যের ভিত্তিতে এই সংখ্যা প্রকাশ করা হচ্ছে।

 

খেরার অভিযোগ, ‘‘বরোদা এবং আমেদাবাদের প্রায় সর্বত্র ভোটদানের হারে এমন রজস্যজনক বৃদ্ধি হয়েছে। সুরাট, ভাবনগর এবং রাজকোট থেকেও এমন তথ্য আসছে। রাওপুরা কেন্দ্রে ২৮১টি বুথ। ১ ঘন্টায় এই বিধানসভা কেন্দ্রে ১৬ হাজার ভোট পড়েছে। মিনিটে ৫৭টি করে ভোট পড়েছে একেকটি ভোট যন্ত্রে।’’  

কংগ্রেসের বক্তব্য, ওই এক ঘন্টায় এমন বিপুল ভোট হলে ভোটকেন্দ্রের বাইরে বড় লাইন পড়ার কথা, ট্র্যাফিক জ্যাম হওয়ার কথা। সেসব কিছু শোনা যায়নি।  

খেরা জানিয়েছেন, সব তথ্য এক জায়গায় করে কংগ্রেস নির্বাচন কমিশনে অভিযোগ জানাবে। সেই সঙ্গে তাঁর খেদ, সিবিআই’কে নির্বাচনী আচরণবিধি ভাঙার মতো বিভিন্ন বিষয়ে জানিয়েও কোনও প্রতিকার হয়নি। 

খেরার মন্তব্য, ‘‘নতুন ভোট চালু হয়েছে, ‘ইচ্ছাধারী ভোট’। ভোটের যন্ত্র, ভোটার কিছুই লাগবে না। ইচ্ছে হলেই ভোট দেওয়া যাবে!’’ 

Comments :0

Login to leave a comment