Chennai Workers Died

চেন্নাইয়ে বিদ্যুৎ প্রকল্পের কাঠামো ভেঙে মৃত্যু ৯ শ্রমিকের, আহত ৫

জাতীয়

চেন্নাইয়ে নির্মীয়মান কাঠামো ভেঙে মারা গিয়েছেন ৯ শ্রমিক। গুরুতর আহত আরো ৫ শ্রমিক। 
নর্থ চেন্নাই তাপবিদ্যুৎ কেন্দ্রের কাজে নিযুক্ত নির্মাণ শ্রমিকদের বেশিরভাগ অন্য রাজ্যের শ্রমিক বলে জানা গিয়েছে। 
প্রায় ৩০ ফুট উঁচু খিলান ভেঙে পড়ে শ্রমিকদের ওপর। চাপা পড়ে বহু শ্রমিক। গুরুতর আহতদের নিয়ে যাওয়া হয় চেন্নাইয়ের স্টানলে হাসপাতালে। ৯ শ্রমিককে মৃত ঘোষণা করা হয়। ৫ জন গুরুতর অবস্থায় চিকিৎসাধীন।

জানা গিয়েছে মৃত শ্রমিকেরা আসাম থেকে গিয়েছিলেন চেন্নাইয়ে এই প্রকল্পে কাজ করতে। 
এন্নোর স্পেশাল ইকোনমিক জোনে এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ চলছে। মাটি থেকে প্রায় ৩০ ফুট উঁচুতে অর্ধচন্দ্রাকার কাঠামো নির্মাণে ব্যস্ত ছিলেন এই শ্রমিকরা। আচমকা কাঠামোটি ভেঙ্গে নিচে পড়ে যায়। 
স্থানীয় অভাধি থানার আধিকারিকরা জানিয়েছেন কি কারণে এত বড় নির্মাণ ভেঙে পড়ল তা এখনই বোঝা যায়নি। তার তদন্ত চলছে। এখন সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে উদ্ধারের কাজে। কাঠামোর নিচে আর কোন শ্রমিক আটকে আছেন কিনা দেখা হচ্ছে। 
ঘটনার পরে স্ট্যান্ডলে হাসপাতালে যান তামিলনাড়ু রাজ্যবিদ্যুৎ পর্ষদের সচিব জে রাধা কৃষ্ণান।

Comments :0

Login to leave a comment