SFI Bikash Bhawan

প্রতিটা ব্লকে স্কুল গেটের তালা খুলতে চলবে লড়াই: ঘোষণা এসএফআই’র

রাজ্য

ছাত্রদের কথা শুনতে নারাজ শিক্ষা মন্ত্রী। ছবি ও ভিডিও: প্রিতম ঘোষ

প্রতীম দে

প্রতিবারের মতো এবারও এসএফআই’র মুখোমুখি হলেন না শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। বিকাশ ভবনের সামনে দাঁড়িয়ে ছাত্র নেতৃবৃন্দ জানালেন প্রতিটি ব্লকে বন্ধ হয়ে যাওয়া স্কুলের তালা খোলার দাবিতে তাদের লড়াই চলবে।


‘স্কুল বাঁচাও মূল বাঁচাও’ স্লোগানকে সামনে রেখে শুক্রবার ছিল এসএফআয়ের বিকাশ ভবন অভিযান। এদিন সল্টলেক করুণাময়ী থেকে শুরু হয় মিছিল। মিছিল বিকাশ ভবনে সামনে গেলে আটকানোর চেষ্টা করে পুলিশ। কিন্তু ছাত্রছাত্রীরা বাধা মানেননি। পুলিশের বাধা হটিয়ে বিকাশ ভবনের গেটের সামনে বসে বিক্ষোভ দেখাতে থাকেন এসএফআই’র কর্মীরা। এসএফআই বলেছে যে পুরুষ পুলিশ সংগঠনের ছাত্রীদের ওপর আক্রমণ করেছে। (আরও দেখুন এই লিঙ্কে)
চাপের মুখে এসএফআইয়ের ডেপুটেশন নিতে বাধ্য হয় শিক্ষা দপ্তর। চার সদস্যের প্রতিনিধি দল বিকাশ ভবনে গেলেও শিক্ষা মন্ত্রীর দেখা পায়নি। (আরও দেখুন এই লিঙ্কে)
বিকাশ ভবন থেকে বেরিয়ে এসে নেতৃবৃন্দ জানাযন আধিকারিকদের কাছ থেকে কোন সদুত্তর পাওয়া যায়নি। সমস্যার কথা মেনে নিয়েছে। শিক্ষামন্ত্রী ছিলেন না। 
এসএফআই নেতৃবৃন্দ বলেন, স্কুলে শিক্ষক নেই, কম্পোজিট গ্রান্ট নেই। বিকাশ ভবন জানিয়েছে গ্রান্ট-এর টাকা আটকে আছে।
এসএফআই যখন শিক্ষা বাঁচানোর দাবিতে হিন্দু স্কলের সামনে বিক্ষোভ দেখিয়েছিল তখন ছাত্ররা তাতে সামিল হয়েছিল। নেতৃবৃন্দ বলেন, স্কুল বাঁচাতে হবে। শিক্ষা বাঁচাতে হবে। তার জন্য লড়াই চলবে।  

Comments :0

Login to leave a comment