ABHAYA CLINIC SAGAR DUTTA

সাগর দত্তে রবিবারও খোলা থাকল ‘অভয়া ক্লিনিক’

জেলা

রবিবার সাগর দত্তে চলছে ‘অভয়া ক্লিনিক’।

অভিজিৎ বসু

রবিবার বন্ধ থাকে হাসপাতালের আউটডোর পরিষেবা। কিন্তু ‘অভয়া ক্লিনিক’ খুলে রাখলেন জুনিয়র ডাক্তাররা। বন্যায় আক্রান্ত মানুষের কাছে শনিবার থেকেই পৌঁছে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। এদিন সাগর দত্ত মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালেও এই ক্লিনিকে পরিষেবা দেন চিকিৎসকরা।
টানা ৪৪ দিন আর জি কর হাসপাতালে ধর্ষণ-খুন কাণ্ডে বিচারের দাবিতে লড়াই জারি রেখেছেন চিকিৎসকরা। নিহত চিকিৎসক-ছাত্রীর হত্যার পর কর্মবিরতিতে যান জুনিয়র ডাক্তাররা। স্বাস্থ্য ভবনের সামনেও টানা ধরনায় বসে থেকেছেন। পাশে থেকেছেন রাজ্যের জনতা। সেই সঙ্গে চলেছে ‘অভয়া ক্লিনিক’। বিচারের দাবিতে আন্দোলনের অংশ হয়ে উঠেছে এই পরিষেবা।
জুনিয়র ডাক্তাররা বলেছেন, আন্দোলনকে শব্দ করা যাবে না। ‘অভয়া’ ধর্ষণ কাণ্ডে বিচার দিতে হবে। 
রবিবার সাগর দত্ত হাসপাতালে ‘অভয়া’ মঞ্চ থেকে চেস্ট মেডিসিন, অর্থপেডিক, চোখ, দাঁত, ইএনটি’র চিকিৎসা পরিষেবা দেওয়া হয়। বিনামূল্যে ওষুধও দেওয়া হয়। সুগার টেস্ট করা হচ্ছে বিনামূল্যে।

Comments :0

Login to leave a comment