earthquake

ফের ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, কম্পনের মাত্রা ৬.৬

আন্তর্জাতিক

বুধবার সকালে ফের তীব্র ভূমিকম্প প্রত্যক্ষ করল ইন্দোনেশিয়াবাসী। ইন্দোনেশিয়ার সুলাওয়েসী দ্বীপে কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৬। তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি এখনও। ক্ষয়ক্ষতির খবরও মেলেনি। 
গত সপ্তাহে ইন্দোনেশিয়ার মালুকু দ্বীপপুঞ্জের কাছে বান্দা সাগরেও তীব্র ভূমিকম্পের খবর পাওয়া গিয়েছিলো। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬.৬। এই কম্পনটির কেন্দ্রস্থল ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৩৭ মিটার গভীরে। প্রশান্ত মহাসাগরের 'অগ্নিবলয়' এর কাছে ইন্দোনেশিয়া অবস্থিত। ফলে এই দেশের অঞ্চলগুলিতে ঘন ঘন ভূমিকম্প ও সুনামি ঘটে।
ভূতত্ত্ববিদদের মতে, ভূপৃষ্ঠের অগভীরে একধিক টেকটোনিক প্লেট রয়েছে। ঠিক এর উপরেই বান্দা সাগরের অবস্থান। এই প্লেটগুলি গতিশীল, ফলে এইগুলি পরস্পর সংঘর্ষের জন্য ভূপৃষ্ঠের প্রভাব যথেষ্ট পড়তে দেখা যায়। ফলে গত সপ্তাহের ভূমিকম্পের পর ফের বুধবার তীব্র কম্পন অনুভূত হয়।

Comments :0

Login to leave a comment