পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ায় ভারী বৃষ্টিপাতের কারণে ভয়াবহ ভূমিধসের ঘটনায় কমপক্ষে ২২৯ জন নিহত হয়েছেন। পৃথক দুটি ভূমিধসে এ প্রাণহানির ঘটনা। নিহতদের মধ্যে বহু মহিলাও রয়েছেন বলে খবর। স্থানীয় সময় সোমবার ও মঙ্গলবার এই দুদিনের ভৃমিধসের কারণে কেঞ্চো-শাচা এলাকায় কমপক্ষে ১৪৮ পুরুষ এবং ৮১ জন মহিলা প্রাণ হারিয়েছেন। গোফার প্রত্যন্ত অঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে প্রথম ভূমিধসের ঘটনা ঘটে গত সোমবার। প্রথম ভূমিধসের পর সেখানে সাহায্যের জন্য জড়ো হওয়া লোকেরা দ্বিতীয় ভূমিধসের ঘটনায় চাপা পড়েন বলে মঙ্গলবার ইথিওপিয়া প্রশাসনের তরফে জানানো হয়েছে। প্রথম ভূমিধসের কয়েক মিনিট পরেই দ্বিতীয় ভূমিধসের ঘটনা ঘটেছে। পাঁচ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে সরকারি সূত্রে খবর। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন উদ্ধার অভিযান চলছে। নিহতদের বেশিরভাগ মানুষ ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সাহায্যে ঘটনাস্থলে গিয়ে চাপা পড়ে।
Ethiopia Landslide
ইথিওপিয়ায় ভূমিধসে নিহত ২২৯
×
Comments :0