প্রাকৃতিক দুর্যোগের কবলে নেপাল। গত ২৪ কমপক্ষে ৪৭ জন প্রাণ হারিয়েছেন। ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধস এবং আকস্মিক বন্যায় নেপালে কমপক্ষে ৪৭ জনের মৃত্যু হয়েছে। ভূমিধসের কারণে বন্ধ হয়ে গেছে রাস্তাঘাট। ভেঙে পড়েছে সেতু। গত ৩৬ ঘন্টায় কমপক্ষে ৪৭ জনের মৃত্যু হয়েছে। বিপদসীমার উপর দিয়ে বইছে কোশি নদীর জল। ভূমিধসের কারণে বেশ কয়েকটি মহাসড়ক বন্ধ হয়ে গেছে। সড়কের বিভিন্ন স্থানে উঠেছে বন্যার জল। বেশ কয়েকটি নদীর জল উপচে রাস্তাঘাট, ও ঘরবাড়ি প্লাবিত হয়েছে। যার ফলে রাজধানী দেশের অন্যান্য অংশ থেকে সড়কপথে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অবিরাম বৃষ্টির কারণে উদ্ধার অভিযান বৃষ্টির কারণে ব্যাহত হচ্ছে।
রবিবার সশস্ত্র পুলিশ বাহিনীর মুখপাত্র কালিদাস ধৌবোজি জানিয়েছেন, ভারতের পূর্ব সীমান্তবর্তী ইলাম জেলায় পৃথক ভূমিধসে পঁয়ত্রিশ জন নিহত হয়েছেন।
নেপালের জাতীয় দুর্যোগ মোকাবেলা ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র শান্তি মাহাত বলেছেন, হিমালয়ের পূর্ব ও মধ্য অঞ্চলে অবিরাম বৃষ্টিপাত হয়েছে। একারণে শুক্রবার বন্যার জলে নয়জন নিখোঁজ এবং নেপালের অন্যান্য স্থানে বজ্রপাতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার প্রচেষ্টা চলছে।
47 dead in Nepal due to heavy rains
ভারী বর্ষণ-ভূমিধসে নেপালে মৃত অন্তত ৪৭

×
Comments :0