BOOK REVIEW — MUKTADHARA / 21 JULY

বই — প্রেম-অপ্রেমের দ্বন্দ্ব ও চিরায়ত মনুষ্যত্বের পথ সন্ধান / ভবানীশংকর চক্রবর্তী

সাহিত্যের পাতা

BOOK REVIEW  MUKTADHARA  21 JULY

বই

প্রেম-অপ্রেমের দ্বন্দ্ব ও  চিরায়ত মনুষ্যত্বের পথ সন্ধান
ভবানীশংকর চক্রবর্তী

                
কবিতা শব্দ-শিল্প।আপন মনের মাধুরী মিশিয়ে গড়ে তুলতে হয় তার অবয়ব ।সেই মাধুরী সীমাবলয়িত নয়।বিপ্লব থেকে রোমান্টিকতা,প্রেম থেকে নাস্তিক্যবাদ,
কোলাহল থেকে নিঃঝুম, পাহাড়ি নিঃসঙ্গতা থেকে সমুদ্রকল্লোল,কবিতার শরীরে সবই বুনে দিতে পারেন কবি। কবি প্রদীপ চক্রবর্তী-র  সম্প্রতি প্রকাশিত 'প্রেমে অপ্রেমে নকশীকথন ' কাব্যগ্রন্থের শতাধিক কবিতায় এমন বিচিত্র স্বরের ঐকতান।কবির নিজের কথায় ' ছিলাম কুলিকামিন মানুষ  আয়ুধ নির্মাণ কারখানার শ্রমিক।ফুসফুসে একটু তাজা বাতাস পেতে কলমকারি - - - ।' এ শুধু শ্রমজীবিতার প্রতি কবির বিশেষ পক্ষপাত নয়,বরং সৃজনশীলতা ও সমাজমনস্কতার  ঐক্যবন্ধনের প্রয়াস ।অভিজ্ঞতার ঝুলিতে কবির যে অনুভবের সঞ্চয়, তাকেই সঞ্চারিত করে দিয়েছেন প্রদীপ তাঁর কবিতায় ।সার্থকতার বিচারে সব কবিতাই মানোত্তীর্ণ কিনা সে বিচার করবে ভাবীকাল ।
কিন্তু কাব্যগ্রন্থটির প্রথম পাঠ প্রতিক্রিয়ায় যে কথাগুলি মনে আসে,সেগুলিও ফেলে দেবার নয়।প্রেমের বিপরীতে অপ্রেম আছে ,সবার জানা।থাকবেও হয়তো চিরকাল।প্রদীপ তাঁর এই গ্রন্থভুক্ত কবিতাগুলির মধ্যে সেই প্রেম-অপ্রেমের চিরায়ত দ্বন্দ্বকেই তুলে ধরতে প্রয়াসী হয়েছেন।তাকেই তিনি বলেছেন নকশীকথন ।এখানে দু-একটি কবিতার কয়েক পঙক্তি  উদ্ধার করা যাক -


১।সারি  সারি  চিতার  শয্যা এই মৃত্যুপুরে 
জীবনের নূপুরনিক্বণ তবু মধুসুরে ।।
(মধুসুর এই মৃত্যুপুরে )
২।খাদ্য  দাওনি - বস্ত্রও না - কুশিক্ষাতে পাকিয়ে দিলে
বিষবৃক্ষের চারা  পুঁতছো বিপন্নতার খাদের ধারে

অবহেলায় অত্যাচারে অসম্মান আর মরণ দিলে।।
(মুখোশের রং)
৩।ভিতর ভিতর পুড়তে থাকি জ্বলছি বিষম রাগে
রানিসাহেবার কড়া নির্দেশ: বাঘের পেটে যা
মুখ থুবড়ে  মাটিতে পড়ার আগে 
জমিয়ে দেব দু-এক  ঘা।।
         বইটির প্রচ্ছদ এঁকেছেন কবি নিজেই কারণ তিনি একজন বিশিষ্ট চিত্রশিল্পীও।এবং সেটি যথেষ্ট সুন্দর ব্যঞ্জনাগর্ভ ও অর্থবহ।মুদ্রণ ও বাঁধাইও খুব ভালো।কবিতাপ্রেমিক সবারই পড়তে ভালো লাগবে বইটি।

প্রেম -অপ্রেমের নকশীকথন
প্রদীপ চক্রবর্তী 
প্রকাশক
সুকান্ত ময়রা
ভাষামুখ 
১০বি , কলেজ রো
কলকাতা -৭০০০০৯।

মুল্য- ১৩০টাকা

Comments :0

Login to leave a comment