BOOK REVIEW — MUKTADHARA / BHABANISHANKAR CHAKRABORTY / 27 October

বই — সময়, সমাজ ও স্বদেশভাবনা সঞ্জাত উপলব্ধির খণ্ডচিত্র / মুক্তধারা

সাহিত্যের পাতা

BOOK REVIEW  MUKTADHARA  BHABANISHANKAR CHAKRABORTY  27 October

মুক্তধারা 

বই

সময়, সমাজ ও স্বদেশভাবনা সঞ্জাত উপলব্ধির খণ্ডচিত্র 
ভবানীশংকর চক্রবর্তী

কবিও অন্য সকল মানুষের মতোই একজন সামাজিক মানুষ।সাধারণ সমাজব্যক্তিত্ব তার ভাবনাকে আলাপচারিতা,মত বিনিময় কিংবা আটপৌরে কথোপকথনের মাধ্যমে প্রকাশ করে।কিন্তু কবি  তাঁর ভাবনাকে  কবিতার মধ্য দিয়ে প্রকাশ করেন ।কবিতা শব্দ-শিল্প।সেই শব্দ দিয়েই কবি নির্মাণ করেন তাঁর সময় ,সমাজ ও স্বদেশ-এর এক সম্ভাব্য বাস্তবতার ছবি।কবি আব্দুল মান্নান চৌধুরিও
সেরকম শব্দ-ছবি আঁকার চেষ্টা করেছেন সম্প্রতি প্রকাশিত তাঁর কাব্যগ্রন্থ  'দুঃখসুখের গল্প' -এর কবিতাগুলিতে।সুখদুঃখ যাপনের মধ্য দিয়ে যে চলমান জীবন,সেখান থেকেই যাপনের ব্যক্তিক অনুভবকে তুলে ধরেছেন নৈর্ব্যক্তিক ভাব ও ব্যঞ্জনায়।ফলত কবিতাগুলি কেবল সুখপাঠ্য নয়,যুগপৎ সংবেদী ও রসসঞ্চারী।মোট পঞ্চান্নটি কবিতা আছে বইটিতে।শেকড় উপড়ানো জীবনের ব্যথা ও যন্ত্রণা বুকে নিয়ে তাঁর যাত্রা শুরু।সমসময়ের রাজনীতির কুনাট্যও বিধৃত হয়েছে বেশকয়েকটি কবিতায়। ভোটসর্বস্ব দিশাহীন রাজনীতির অসারতা তাঁর হৃদয়ে বেদনা জাগায়।মৃত্যুভাবনা  তাঁকে তাড়িত করে। কিন্তু বিব্রত করে না।কারণ তিনি জানেন ' অজস্র লাল কাঁকড়ার দল ' তাঁকে ঘিরে আছে।কবি সবার মতোই বাঁচার প্রত্যাশী ।কিন্তু তিনি জানেন 
' পৃথিবী এখন আর মানুষের জন্য সেফ নেই।' এসবের মধ্যেও ,অন্ধকার আবর্তের  ভিতরে থেকেও তিনি উপলব্ধি করেন 
' বিজ্ঞান যে রাস্তা ধরে হেঁটে চলছিল
খোলা থাক 
শুভবোধ হেঁটে যাক সেই পথ ধরে।'
শেষপর্যন্ত তিনি  'নানা সুখদুঃখ পাখি'-দের সাথে ভাগ করে নিতে চান নিজের উপলব্ধিকে -
' সুখ ও দুঃখ এপিঠ ওপিঠ
বলছে কথা বসে
আকাশ থেকে  তারাগুলি 
গেছে কি সব খসে ?'
অতি সাধারণ নিত্যব্যবহার্য শব্দকে ব্যবহার করে কবি গড়ে তুলেছেন বাকপ্রতিমা,তাঁর 'দুঃখসুখের গল্প'।
          যশস্বী প্রচ্ছদ শিল্পী মনীষ দেব-এর বহুবর্ণিল প্রচ্ছদ সুন্দর ও গভীর অর্থবহ।মুদ্রণ, কাগজ ও বাঁধাই উচ্চমানের।সমসময়ের কবিতা যাঁরা ভালোবাসেন, এই  কাব্যগ্রন্থটি তাঁদের  সংগ্রহে রাখার মতোই।

দুঃখসুখের গল্প
আব্দুল মান্নান চৌধুরি 
প্রকাশক- সুমিত্রা কুণ্ডু
    একুশ শতক
১৫,শ্যামচরণ দে স্ট্রিট,
 কলকাতা- ৭০০০৭৩

মূল্য - ১২০ টাকা

Comments :0

Login to leave a comment