BOOK REVIEW — MUKTADHARA / SANDIP JANA - 3 NOVEMBER

বই — বিশ্ব প্রকৃতির অন্ত‌‌:স্থলে এক কবির অনুসন্ধান / মুক্তধারা

সাহিত্যের পাতা

BOOK REVIEW  MUKTADHARA  SANDIP JANA - 3 NOVEMBER

মুক্তধারা 

বই

বিশ্ব প্রকৃতির অন্ত‌‌:স্থলে এক কবির অনুসন্ধান
সন্দীপ জানা


বিশ্ব প্রকৃতির অন্ত:স্থল থেকে কোন্ আদিম কবি কবিতার জন্ম দিয়েছিলেন জানা নেই, তবে দীর্ঘ পথ পেরিয়েও কবিতার সাথে প্রকৃতির যোগসূত্র আলগা হয়ে যায়নি। যুগে যুগে প্রকৃতির কাব্যময়তা কবিতার অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে। কবি পঙ্কজ মন্ডল তাঁর “নষ্ট কবিতার কবরখানায়” কাব্যগ্রন্থে প্রকৃতিকে কেবল সীমাহীন সৌন্দর্যের উপকরণ হিসবে নয় বরং জীবনের ঘাতপ্রতিঘাত, নানান অনুভূতির সংমিশ্রণে জীবনবোধের আসাধারণ এক আখ্যান হিসেবে নবরূপে উপস্থাপন করেছেন। সকালের রোদ, চৈত্রের সন্ধ্যা, পলাশ ডাঙ্গার আকাশ-বাতাস কিংবা মরুদ্বীপে বুনো ক্যাকটাস থেকে কবিতাকে তুলে এনেছেন মানব জীবনের দরবারে যেখানে কবিতাগুলি কেবল অপার সৌন্দর্যের কাব্যিক বর্ণনা নয় বরং জীবনের ছন্দময়তাকে কাব্যময় করে তুলেছে। গতানুগতিক ধারার বাইরে এসে কবিতাকে এক ভিন্ন মাত্রায় নিয়ে গেছেন এই গ্রন্থের কবিতাগুলি। পড়তে পড়তে পাঠক যে কবিতাকে নতুন রূপে আবিষ্কার করবেন তা নিশ্চিত বলা যায়। কবির কলমে দিনের সীমান্তে আলোহীন নির্জন বাতাস কিংবা দূর আকাশে থেকে নেমে আসা বধির মেঘেরা যেন কোনো জড় উপাদান নয় বরং সজীব প্রাণবন্ত উপস্থিতি যাকে কবি অন্তরে লালন করেছেন। ললিত এইসব প্রাকৃতিক মাহেন্দ্রক্ষণ “অন্তরে গোপনে সব কথা বলে লেখার পাতায়”। হ্যারিকেন হাতে রাত্রি, পোস্টকার্ডের ওম, কালো শ্লেট, হাতপাখা, রেডিও, টাইপ মেশিন আর দিনু মাঝির নৌকায় বৈঠা নিয়ে কবি অতীতের নস্টালজিয়ার অনুসন্ধান করেন। -“ত্বকের ভেতর থেকে বের করি চিররুগ্ন বৈশাখের দাগ” কিংবা –“মরুদ্বীপে বুনো ক্যাকটাসে পাখিদের বেদনার্ত ডাক…পালকের পোড়াগন্ধে পাখিদের মায়ার পৃথিবী ভেঙে পড়ে” অথবা “সবুজ রঙের দিন কিভাবে শুষে নিয়েছে আমার চোখের আলো’ – এইসব শব্দযুগল প্রকৃতির সুন্দর মুহূর্তগুলোকে জীবনের কিছু নিদারুণ অনুভূতির পাশাপাশি বসিয়ে কবিতার পরিধিকে বিস্তার দিয়েছে, অনুভবকে আরও কাব্যময় করেছে। এখানেই কবির মুন্সিয়ানা।  


গ্রন্থ – নষ্ট কবিতার কবরখানায় 
লেখক- পঙ্কজ মন্ডল
প্রচ্ছদ- কৃষ্ণেন্দু মন্ডল
প্রকাশক- ঈশপ (রাধানগর, বিষ্ণুপুর, বাঁকুড়া, ৭২২১৫৭)
মুল্য- ১৫০ টাকা

Comments :0

Login to leave a comment