Banarhat Fire

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বানারহাটে কাঠের বাড়ি ভস্মীভূত

জেলা

​বানারহাট তরুণ সংঘের ঠিক পাশেই ক্লাব রোডে অবস্থিত একটি কাঠের দোতলা বাড়িতে ভয়াবহ আগুন লাগায় এলাকায় চরম আতঙ্ক ছড়ায়। স্থানীয়দের তৎপরতাতেই বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হলেও, বাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে।
​স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় বিদ্যা থাপার মালিকানাধীন ওই বাড়িতে প্রথমে আগুনের শিখা দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, কিছুক্ষণের মধ্যেই বিকট শব্দে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়, যার ফলে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ আকার ধারণ করে। কাঠের বাড়ি হওয়ায় আগুনের লেলিহান শিখা দ্রুত গোটা বাড়িটিকে গ্রাস করতে শুরু করে।
আগুনের খবর ছড়িয়ে পড়তেই এলাকার মানুষজন জল, বালতি ও পাইপ নিয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয়দের অক্লান্ত চেষ্টা ও তৎপরতাতেই আগুন অন্যান্য বাড়িতে ছড়িয়ে পড়া রোখা সম্ভব হয়। এরপর বীরপাড়া থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনে।
​তবে দমকল আসার আগেই দোতলা কাঠের বাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। কোনো প্রাণহানির খবর নেই, তবে এই ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
আগুন লাগার সঠিক কারণ জানতে দমকল বিভাগ তদন্ত শুরু করেছে। স্থানীয়দের প্রশ্ন, দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছাতে কেন এত দেরি হলো।

Comments :0

Login to leave a comment