শুধুই প্রতিশ্রুতি, আর পরিকল্পনা ধারাপাত। দীর্ঘ বছর পেরিয়ে গেলেও আজও নির্মাণ হয়নি কোচবিহার জেলার তুফানগঞ্জের রায়ডাক নদীর ওপর জালধোয়া ঘাটে স্থায়ী পাকা সেতু। নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিলেও নির্বাচন হয়ে যাবার পর বারবার মুখ ফিরিয়ে নিয়েছে কেন্দ্র এবং রাজ্যের দুই শাসকগোষ্ঠীই।
প্রশাসনিক অবজ্ঞায় সংকটাপন্ন পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে তুফানগঞ্জ-২ ব্লকের রামপুর-১, রামপুর-২ ও ফলিমারি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। তাই অবিলম্বে এই স্থায়ী পাকা সেতু নির্মাণের দাবিতে সোচ্চার হবে বাংলা বাঁচাও যাত্রা।
উল্লেখ্য, তুফানগঞ্জ ২নং ব্লকের শালডাঙ্গা ও জালধোয়া এলাকার মাঝ বরাবর বয়ে গেছে রায়ডাক নদী। তাই তুফানগঞ্জ ২নং ব্লকের ১১টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে রামপুর-১, রামপুর- ২ ও ফলিমারী গ্রাম পঞ্চায়েত এলাকা সংশ্লিষ্ট ব্লক এর বাকি অংশ থেকে বিচ্ছিন্ন রয়েছে। বিগত প্রায় ৪০ বছর যাবৎ এই ৩টি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা রায়ডাক নদীর ওপর সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন। সেতুটি নির্মাণ হলে যেমন তুফানগঞ্জ ২নং ব্লক উপকৃত হবে, তেমনি আসাম- বাংলা ও ভুটানের মধ্যে যাতায়াত সহজ হবে।
ভৌগলিক কারণেই জালধোয়াতে সেতু নির্মিত হলে, তুফানগঞ্জ ২নং ব্লক তথা তুফানগঞ্জ মহকুমা বাণিজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জায়গা হিসেবে পরিচিত হবে। তাই জালধোয়া ঘাটে রায়ডাক নদীর ওপর সেতু নির্মাণের জন্য বাসিন্দারা দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছেন। প্রতিবারই নির্বাচনের আগে এই সেতুটি নির্মাণের আশ্বাস মিললেও প্রতিশ্রুতি রাখেন না কেউই বলে অভিযোগ।
এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তাই এই জালধোয়া সেতু নির্মাণের দাবিতে বাংলা বাঁচাও যাত্রার মধ্য দিয়ে সোচ্চার হতে চলেছে সিপিআই(এম)।
Bangla Bachao Yatra
সেতু নির্মাণের দাবিতেও সোচ্চার হবে বাংলা বাঁচাও যাত্রা
×
Comments :0