Bangladesh School

রবিবার থেকে খুলছে বাংলাদেশর শিক্ষা প্রতিষ্ঠান

আন্তর্জাতিক

গত বুধবার প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হয়েছে।  আগামী রবিবার থেকে খুলবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান। বৃহস্পতিবার বাংলাদেশের শিক্ষা মন্ত্রকের জারি করা নির্দেশিকায় এই কথা জানানো হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে আগামী রবিবার থেকে দেশের সব বিদ্যালয়গুলোতে স্বাভাবিক পঠন পাঠনের কাজ শুরু হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তারের স্বাক্ষরিত একটি আদেশে এই কথা জানানো হয়েছে। বলা হয়েছে বিশ্ববিদ্যালয়গুলি  সভা ডেকে প্রয়োজন ব্যবস্থা নেবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয় বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। গত ১৭ জুলাই থেকে স্কুল এবং কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। বন্ধ করে দেওয়া হয় সব প্রাইমারি স্কুলও। এদিন শিক্ষা মন্ত্রকের জারি করা নির্দেশিকায় জানানো হয় রবিবার থেকে ফের শুরু হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ক্লাস।

Comments :0

Login to leave a comment