মীর আফরাজ জামান: ঢাকা
আওয়ামি লিগের ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে ঢাকার বিভিন্ন মোড়ে মোড়ে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার এনসিপির কার্যালয়ের সামনে পুলিশের কড়া নিরাপত্তা দেখা গেছে। বিভিন্ন জায়গায় তল্লাশিও করা হয়। শাহবাগ থানা থেকে রমনা জোন এলাকায় বিশেষ টহল হয়।
বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি জেলায় তিন দিন ধরে অন্তত ১৩টি বাসে অগ্নিসংযোগ ও বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ হয়েছে। এদিন ঢাকা শহরে যানবাহন চলাচল স্বাভাবিকের চেয়ে খুব কম চলতে দেখা গিয়েছে। শাহবাগ এলাকাটি বুধবার ছিল যানবাহন শূন্য।
পরিবহণ শ্রমিক, শিক্ষার্থীসহ সাধারণ মানুষের জীবনে পরিস্থিতির প্রভাব পড়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে। নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লিগ ও সহযোগী সংগঠনের আরও ৪৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
২০২৪ সালের অগাস্টের আন্দোলনের বিরুদ্ধে 'মানবতাবিরোধী অপরাধের' অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩জনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায়ের দিন বৃহস্পতিবার জানানোর কথা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। তার আগে হয়েছে ‘লকডাউন’ কর্মসূচি।
আওয়ামী লিগ নেতারা দাবি করছেন, পরিস্থিতি যাই হোক না কেন তারা এ কর্মসূচির মাধ্যমে ঢাকাকে বিচ্ছিন্ন করে দেবেন। এই পরিস্থিতিতে স্কুলসহ বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে বৃহস্পতিবার অনলাইন ক্লাস নেওয়ার ঘোষণাও দেওয়া হয়েছে।
রাজধানীতে ১২ প্লাটুন এবং ঢাকার বাইরে আরো দুই প্লাটুনসহ মোট ১৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
এদিকে, ২০২৪ সালের অক্টোবরের শেষদিকে ঢাকা-ভিত্তিক মানবাধিকার সংস্থা ‘অধিকার' জানিয়েছিল যে সে বছরের অক্টোবরে হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে রাজনৈতিক হিংসায় ২৮১ জন নিহত হয়েছেন। এছাড়া, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ৪০ জন। আরও ১৫৩ জনকে গণপিটুনিতে হত্যা করা হয়েছে।
মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) তাদের অক্টোবরের প্রতিবেদনে জানিয়েছে যে মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তরব্তী সরকারের মেয়াদে অজ্ঞাত মরদেহ উদ্ধার এবং হেপাজতে মৃত্যুর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। অক্টোবরে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডাব্লিউ), কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে) সহ ছয়টি আন্তর্জাতিক অধিকার সংগঠন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসকে একটি যৌথ খোলা চিঠিতে মানবাধিকার লঙ্ঘন বন্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছিল।
আওয়ামি লিগের ৩ দিনের ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণার ফলে ইউনুস সরকারের প্রশাসনকে সমস্যায় ফেলেছে বলে মত পর্যবেক্ষকদের।
Awami League Lockdown
আওয়ামি লিগের ‘লকডাউন’ ঘিরে উত্তেজনা ঢাকায়
আওয়ামি লিগের ‘লকডাউন’ ঘিরে প্রায় ফাঁকা ঢাকার রাস্তাঘাট।
×
Comments :0