বিজয় দিবসেই বাংলাদেশের নির্বাচনের সময় নিয়ে ভাষণ দিতে গিয়ে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস জানিয়ে দিলেন কবে হবে বাংলাদেশের সাধারণ নির্বাচন। বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে এদিন সকালে তিনি দেশবাসীর উদ্দেশ্যে এই ভাষণ দেন। সেখানে তিনি বলেন,‘‘ প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশন গঠন করা হয়ে গেছে। কমিশন দায়িত্ব গ্রহণ করেছে। এখন থেকে তাদের দায়িত্ব ভবিষ্যৎ সরকার গঠন করার প্রক্রিয়া শুরু করার। সেই কাজ তাঁরা শুরু করেছেন। কিছু সংস্কার প্রয়োজন। নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ রাজনৈতিক দলগুলোর সম্মতির ওপর নির্ভর করবে। যদি রাজনৈতিক দলগুলো ত্রুটিহীন ভোটার তালিকার মতো ন্যূনতম সংস্কারের মাধ্যমে নির্বাচন করতে সম্মত হয়, তবে ২০২৫ সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। যদি নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সংস্কার করা হয় তাহলে অন্তত আরও ছয় মাস অতিরিক্ত সময় লাগতে পারে।’’
এর আগে পরবর্তী নির্বাচন কবে হতে পারে এই সংক্রান্ত প্রশ্নে, টালমাটাল পরিস্থিতির দোহাই দিচ্ছিল অন্তর্বর্তী সরকার। সরকারের নির্দেশে পুলিশ ও সেনা প্রশাসন আওয়ামী লিগের কার্যকলাপ দমন করায় দেশের প্রধান রাজনৈতিক দল হিসেবে উঠে এসেছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল (বিএনপি)। প্রথমে অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়ার পক্ষে থাকলেও দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানিচ্ছিল বিএনপি।
প্রসঙ্গত বাংলাদেশের সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদ ভেঙে দেওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন করাতে হবে। গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়লে জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয়। তার দিন তিনেক পরেই মুখ্য উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন মহম্মদ ইউনুস। ইতিমধ্যে জাতীয় সংসদ ভেঙে দেওয়ার চারমাস পেরিয়ে গেছে। এদিন জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।
গত ৫ আগস্ট বাংলাদেশের হাসিনা সরকারের পতন ঘটে। তারপর কেটেছে চারটি মাস। অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে কাজ করছেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনুস। এই অবস্থায় বিএনপি সহ একাধিক নেতা বাংলাদেশে ভোটের দাবি তুলতে শুরু করেছেন। এই অবস্থায় আগামী ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা।
Bangladesh Election Date
বাংলাদেশে নির্বাচন কবে ঘোষণা করলেন প্রধান উপদেষ্টা
×
Comments :0