ব্যাঙ্কিং আইন সংশোধনী বিল লোকসভায় পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। দেশের ব্যাঙ্কিং ব্যবস্থায় বেসরকারি অংশগ্রহণ আরও বাড়ানোর লক্ষ্যেই আইন করার পরিকল্পনা আগেই জানিয়েছে বিজেপি সরকার।
কেবল একটি আইন নয়, ব্যাঙ্কিং আইনের সংশোধনী পাশ হলে বদলাবে রিজার্ভব্যাঙ্ক আইন, ব্যাঙ্কিং নিয়ন্ত্রণ আইন এবং স্টেট ব্যাঙ্ক আইনও।
সেই সঙ্গে ব্যাঙ্কিং সংক্রান্ত কয়েকটি পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে বিলে। যেমন, প্রতি অ্যাকাউন্টে নমিনির সংখ্যা একজন থেকে বাড়িয়ে চারজন পর্যন্ত করার প্রস্তাব রয়েছে। ডিরেক্টর হওয়ার জন্য আর্থিক সঙ্গতি ৫ লক্ষ ছিল। সীতারামন বলেছেন ৬০ বছর আগে এই অঙ্ক ঠিক করা হয়েছিল। বাড়িয়ে ন্যূনতম আর্থিক সঙ্গতি ২ কোটি টাকা করার প্রস্তাব রয়েছে বিলে।
দ্বিতীয় এবং চতুর্থ শুক্রবারের বদলে রিজার্ভ ব্যাঙ্কের বিধি অনুযায়ী নগদ এবং অন্যান্য আবশ্যিক শর্ত পালনের তথ্য মাসের ১৫ তারিখ এবং মাসের শেষ দিনে জমা করার প্রস্তাব রাখা হয়েছে। বিধিবদ্ধ অডিটরদের প্রতিদান ঠিক করার দায়িত্ব ব্যাঙ্ককেই দেওয়া হবে।
২০২০-২১ অর্থবর্ষের বাজেট পেশের সময়ি সীতারামন জানিয়েচিলেন যে বিজেপি সরকারের লক্ষ্য দু’টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, একটি রাষ্ট্রায়ত্ত সাধারণ বিমা সংস্থা বেসরকারি হাতে দেওয়া সরকারের লক্ষ্য। সেক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সরকারের শেয়ার কমিয়ে আনা হবে।
সংযুক্তিকরণের কৌশলে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংখ্যা কমানো হয়েছে আগেই। ২০১৭-তেও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংখ্যা ছিল ২৭। ২০২০’র এপ্রিলে সেই সংখ্যা কমে হয় ১২।
২০০৮’র বিশ্বমন্দার সময়ই দেখা গিয়েছিল রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কিং ব্যবস্থা থাকায় ভারতের ওপর সঙ্কটের আঁচ কম পড়েছে। পশ্চিমের দেশগুলিতে অতি মুনাফার দৌড়ে নেমে ধসে গিয়েছে বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানই। জাতীয় সরকারগুলি জনগণের অর্থে আবার এই প্রতিষ্ঠানগুলিকে বাঁচানোর চেষ্টা চালিয়েছে। যে কারণে ভারতে ব্যাঙ্কিং ব্যবস্থাকে বেসরকারি হাতে তুলে দেওয়ার বিরোধিতা করছে বামপন্থীরা।
Banking laws Amendment Bill
বেসরকারিকরণের ব্যাঙ্কিং বিল সংসদে পেশ সীতারামনের
×
Comments :0