সরকারি স্কুল থেকে উধাও আস্ত একটি বটগাছ। যা নিয়ে রিতিমত চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কামারহাটি বিধানসভা এলাকাযর বেলঘরিয়া দেশপ্রিয় বিদ্যানিকেতন স্কুলের মাঠে ছিল একটি প্রাচীন বটগাছ। হঠাৎ করেই সেটি কেটে ফেলা হয়েছে। অভিযোগের তীর তৃণমূল পরিচালিত বিদ্যালয় পরিচালন সমিতির দিকে। স্কুল কর্তৃপক্ষের এই পরিবেশ বিরোধী বিরুদ্ধে অভিযোগ জানিয়ে, পরিবেশ দপ্তরের কাছে সুবিচার চেয়েছেন বিদ্যালয়ের প্রাক্তনীরা। তাঁরা জানান,বন দপ্তরের কাছে কোন রকম লিখিত অনুমতি চাওয়া হয়েছিল কিনা এই প্রশ্ন করলে স্কুল কর্তৃপক্ষ কোন সদুত্তর দিতে পারছে না। বিদ্যালয়ের মাঠে এই বটগাছটি ছিল। বহু প্রাচীন ও পরিবেশ বান্ধব এই বটগাছ ঘিরে রয়েছে অনেক স্মৃতি। এই বট গাছের নিচেই প্রাক্তনী সংসদ নিজেদের অর্থে পৃথ্বী - রজনীমঞ্চ নামে একটি মঞ্চ তৈরি করেছিলেন। সেই মঞ্চেই একাধিক সংস্কৃতি অনুষ্ঠানও আয়োজন হতো। বটগাছটি কেটে ফেলার ফলে ধ্বংস হয়েছে এই মহতী উদ্যোগও। আগামী ৩১ ডিসেম্বর এই শিক্ষাপ্রতিষ্ঠান ৭৫ বছরে পদার্পণ করছে। তার আগেই ৭৫ বছরের স্মৃতি ফলক এই বটগাছটি কেই কেটে ফেলল স্কুল কর্তৃপক্ষ। অনেক শিক্ষক-শিক্ষিকাই এই ঘটনার কারণে বিরক্ত। বট গাছটি কেটে ফেলার কথা স্বীকার করে স্কুল কর্তৃপক্ষের সাফাই, খেলার মাঠ বড় করার প্রয়োজনে এবং উন্নয়নের প্রয়োজনে গাছটি কেটে ফেলা হয়েছে।
Banyan Tree
সরকারি স্কুল থেকে উধাও বহু প্রাচীন বটগাছ
×
Comments :0