SIR

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ বিহারে

জাতীয়

এসআইআর প্রক্রিয়া শেষ করার পর বিহারের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন৷ 
২২ বছর পর করা এই সংশোধনীতে, খসড়া ভোটার তালিকা থেকে ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে, যাদের মধ্যে মারা গেছেন, স্থায়ীভাবে বিহার থেকে চলে গেছেন, অথবা একাধিক স্থানে ভোটার হিসেবে নাম ছিল।  সুপ্রিম কোর্ট এসআইআর'র বিরুদ্ধে আবেদনের শুনানিও করছে। আগামী ৭ অক্টোবর বিহার এসআইআর মামলার চুড়ান্ত শুনানি। 
মঙ্গলবার প্রকাশিত চূড়ান্ত তালিকায়, ১ আগস্ট প্রকাশিত খসড়া তালিকার তুলনায় ভোটারের সংখ্যা ১৮ লক্ষ বেড়েছে। সেই তালিকার পরে সংখ্যাটি ছিল ৭.২৪ কোটি, যা এখন বেড়ে ৭.৪২ কোটি হয়েছে। ২৪ জুন - যখন এসআইআর ঘোষণা করা হয়েছিল - তখন মোট ভোটারের সংখ্যা ছিল ৭.৮৯ কোটি।
নির্বাচন কমিশন জানিয়েছে যে, ভোটাররা এখন নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে তাঁদের বিস্তারিত তথ্য দেখতে পারবেন। রাজ্যের বিধানসভা নির্বাচন এই তালিকার ভিত্তিতে পরিচালিত হবে। 
মুজাফফরপুর জেলায় ৮৮,১০৮ জন ভোটার বেড়েছে, খসড়া তালিকায় ৩২,০৩,৩৭০ জন থেকে এখন ৩২,৯১,৪৭৮ জন। পাটনা জেলায় এই সংখ্যা ১,৬৩,৬০০ এবং নওয়াদা জেলায় ৩০,৪৯১ জন বেড়েছে। এসআইআরের পর বিহারের চূড়ান্ত ভোটার তালিকায় বাদ পড়ল ৪৭ লক্ষ ভোটারের নাম
সম্ভবত আগামী কয়েকদিনের মধ্যেই বিহারের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করবে নির্বাচন কমিশন৷ তার আগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল কমিশন৷ ছট পুজোর পরই বিহারে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হতে পারে খবর কমিশন সূত্রে। 
ভোট নির্ঘণ্ট ঘোষণার আগে রাজ্যের সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে আগামী কয়েকদিনের মধ্যেই বিহারে যাবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সূত্রের খবর, বিহারের ভোটের জন্য প্রাথমিক ভাবে ৬১৮ কোম্পানি আধা সামরিক বাহিনী মোতায়েন করা হবে।
ভোট নির্ঘন্ট ঘোষণার পরে আরও বাহিনী পাঠানো হবে বিহারে। সূত্রের খবর, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, নির্বাচন কমিশনার সুখবীর সিং সাধু ও বিবেক জোশী ৪ ও ৫ অক্টোবর বিহারে যাবেন। প্রশাসনিক, সুরক্ষা ও ভোট প্রস্তুতি সংক্রান্ত বিষয়টি খতিয়ে দেখবেন তাঁরা।
বিহারের এসআইআর নিয়ে 
ভোটার তালিকায় নানা কারচুপি এবং ভোটারের নাম বাদ দেওয়ার যে আশঙ্কা প্রকাশ করা হয়েছে বিরোধী দলের তরফে সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ তাতে সাড়া ফেলেছে।
গত ৮ সেপ্টেম্বর একটি আবেদনের শুনানি করে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে ভোটার তালিকায় যুক্ত করার জন্য আধারকে পরিচয়ের প্রমাণ হিসেবে গ্রহণ করার এবং এই উদ্দেশ্যে ১১টি অন্যান্য নথির তালিকায় অন্তর্ভুক্ত করার নির্দেশ দেয়। তবে এটি স্পষ্ট করে বলেছিল যে নাগরিকত্ব প্রমানের জন্য আধার ব্যবহার করা যাবে না।বিহারে নির্বাচন কমিশনের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় যদি কোনও বেনিয়ম দেখা যায় তবে তালিকা পুরো বাতিল করে দেওয়া হবে বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। এস আই আর নিয়ে শুনানিতে এই পর্যবেক্ষণ জানিয়েছে বিচারপতি সূর্যকান্ত এবং জয়মাল্য বাগচীর বেঞ্চ।

Comments :0

Login to leave a comment