RG KAR Lawyers

আরজি কর: প্রমাণ লোপাটের আশঙ্কা বিকাশ ভট্টাচার্যেরও

রাজ্য

নিহত চিকিৎসক ছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করে এসে বিকাশ ভট্টাচার্য।

সময় নেই চুপ করে বসে থাকার। দলমত নির্বিশেষে এই খুন, ধর্ষণের বিরুদ্ধে সরব হতে হবে। সমাজের জন্য সরব হতে হবে। 
আরজি কর হাসপাতালে নিহত চিকিৎসকের পরিবারের সঙ্গে দেখা করে এই আহ্বান জানালেন আইনজীবী সাংসদ বিকাশ ভট্টাচার্য। বিচারের দাবিতে এদিনও সারা রাজ্য উত্তাল থেকেছে। আড়াল কাদের করা হচ্ছে, তুলেছে সে প্রশ্ন। 
ভট্টাচার্য নাগরিকদের বলেছেন, ‘‘মুখ্যমন্ত্রী পুলিশকে রবিবার পর্যন্ত সময় দিয়েছেন। কিনারা না হলে সিবিআই-কে দায়িত্ব দেবেন বলেছেন। এই সাতদিনে প্রমাণ লোপাট হবে না তার নিশ্চয়তা কোথায়?’’ পুলিশ আধিকারিক রাজীব কুমারের প্রসঙ্গ মনে করিয়ে দেন তিনি। ভট্টাচার্য বলেছেন, ‘‘আমরা দেখিনি যে কিভাবে তথ্য লোপাট করা হয়েছে? তাকে ধরতে আসায় মুখ্যমন্ত্রী কিভাবে ধর্নায় বসেছেন?’’
রাজ্যবাসীর স্বরের অনুরণন শোনা গিয়েছে ভট্টাচার্যের কথায়। তিনি বলেছেন, ‘‘চিকিৎসকরা বলছেন হত্যা যেভাবে করা হয়েছে তা একজনের পক্ষে করা সম্ভব নয়। তা‘হলে বাকিরা কারা। তারা কবে সামনে আসবে।’’ তিনি বলেন, ‘‘আজই আমাদের সরব হতে হবে। তা না হলে যারা দুষ্কৃতী, যারা তাদের লালন-পালন করছে, এরা উৎসাহিত হবে।’’ 
সোমবার পরিবারের সঙ্গে দেখা করতে আসেন রাজ্যের প্রাক্তন আইনমন্ত্রী এবং বিশিষ্ট আইনজীবী রবি লাল মৈত্র, সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির নেত্রী রুনু ব্যানার্জি, সোমা চক্রবর্তী, আত্রেয়ী গুহ, যশোধারা বাগচী প্রমুখ।

Comments :0

Login to leave a comment