কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই তিনটি শ্রমকোড চালু করেছে, এই শ্রমকোড চালুর মধ্যে দিয়ে শ্রমজীবী অংশের মানুষজনকে দাসে পরিনত করতে চায়। শ্রমজীবীদের উপর এবার চাবুক চালানো হবে। এটা কি মানা যায়? তাই বামফ্রন্টের বাইরের বামপন্থীদলগুলিকেও ঐক্যবদ্ধভাবে সর্বশক্তি নিয়ে এর বিরুদ্ধে এক্ষুনি পথে নামতে হবে। মঙ্গলবার বাঁকুড়া শহরে প্রয়াত সিপিআই(এম) ও শ্রমিক নেতা কমরেড কিঙ্কর পোষাকের স্মরণসভায় এই আহ্বান রাখেন প্রবীন সিপিআই(এম) নেতা ও রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। এদিন সিপিআই(এম) বাঁকুড়া জেলা কমিটির ডাকে বাঁকুড়া শহরের মাচানতলা ট্যাক্সিস্ট্যান্ডে এই স্মরণসভার আযোজন করা হয়। বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন হাজির হয়েছিলেন এই সভায়। শ্রমজীবী অংশের মানুষজনের উপস্থিতিও ছিল।
স্মরণসভায় বিমান বসু বলেন, বাঁকুড়া শহর এলাকা এক সময় হিন্দুমহাসভার একটা ঘাটি ছিল। কিন্তু মানুষজন জাতপাতকে প্রশ্রয় দেননি বেশি দিন। শ্রমজীবী মানুষের ঐক্যবদ্ধ আন্দোলন বারে বারে সংগঠিত হয়েছে এখানে। মানুষ তাঁর অধিকার প্রতিষ্টা করেছেন। সেই লড়ায়ের কমরেড কিঙ্কর পোষাক সামনের সারিতে ছিলেন প্রথমদিন থেকেই। তিনি কমরেড কিঙ্কর পোষাকের সঙ্গে তাঁর বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরেন। বিমান বসু জানান, কমরেড পোষাকের প্রথাগত শিক্ষা বিরাট কিছু না থাকলেও স্বশিক্ষায় তিনি নিজেকে গড়ে তুলেছিলেন। যা এক আশ্চর্য বিষয় ছিল। তিনি বলেন বর্তমানে বিশ্বে দক্ষিণপন্থা শক্তি সর্বগ্রাসী রুপ নিয়েছে। আমাদের দেশ, রাজ্যেও মিথ্যার ন্যারাটিভ তৈরী হচ্ছে। এর বিরুদ্ধে পথে নামতে হবে আরও বেশি করে। প্রতিটি ওয়ার্ড, মহল্লায় মানুষের কাছে যেতে হবে।
এদিন স্মরণসভায় পার্টির পলিটব্যুরোর সদস্য রামচন্দ্র ডোম বলেন, জাতপাতের রাজনীতি প্রবলভাবে আমদানী করা হচ্ছে। মানুষের হাতে কাজ নেই। মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা হচ্ছে। একে রুখতেই হবে। সভায় বক্তব্য রাখেন পার্টি নেতা অমিয় পাত্র, অজিত পতি। শোক প্রস্তাব পাঠ করেন অভয় মুখার্জি। সভা পরিচালনা করেন পার্টির জেলা সম্পাদক দেবলীনা হেমব্রম। এদিনের সভায় বামফ্রন্টের অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাড়াও সি পি আই (এম,এল), ও এস ইউ সি আই এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিন বিকালে বাঁকুড়া শহীদ স্মৃতিভবনে বিমান বসু আদিবাসী ও লোকশিল্পী সংঘের ‘‘ রাঢ় লোকমুখ’’ উৎসব সংখ্যাটি প্রকাশ করেন। উপস্থিত ছিলেন রামচন্দ্র ডোম , পত্রিকার সম্পাদক গঙ্গাধর সরকার সহ বিশিষ্টজনেরা।
Biman Basu at Bankura
সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ করে শ্রমকোডের বিরুদ্ধে পথে নামার আহ্বান বিমান বসুর
বাঁকুড়া শহরের ট্যাক্সিস্ট্যান্ডে কমরেড কিঙ্কর পোষাকের স্মরণসভায় বলছেন বিমান বসু। মধুসূদন চ্যাটার্জি।
×
Comments :0