হাসপাতালেই পড়ুয়া চিকিৎসকের দেহ মিলল। বৃহস্পতিবার রাতে কর্তব্যরত ছিলেন তিনি। হাসপাতালের সেমিনার রুমে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি এই চিকিৎসকের দেহ মিলেছে।
হাসপাতাল সূত্রের উল্লেখ করে সংবাদসংস্থা জানাচ্ছে যে পড়ুয়ার দেহে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ আধিকারিক জানিয়েছেন যে আরজি কর হাসপাতালের এমারজেন্সি বিল্ডিংয়ের সেমিনার হলে পাওয়া যায়। অন্য ছাত্রছাত্রীরাই ঘটনাটি জানান। মৃত চিকিৎসক ছাত্রীর সঙ্গেই ডিউটিতে ছিলেন তাঁরা। জানা গিয়েছে ঘটনায় তদন্ত কমিটি গড়ছে আরজি কর হাসপাতাল কর্তৃপক্ষ।
কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল হাসপাতালে যান। সঙ্গে ছিলেন কলকাতা পুলিশের আধিকারিকরা।
সরকারি চিকিৎসক সংগঠনের অন্যতম নেতা মানস গুমটা বলেছেন, ‘‘ভয়ঙ্কর ঘটনা। পশ্চিমবঙ্গে অতীতে কখনও এমন হয়নি। কেবল চিকিৎসকদের বিষয় এটি নয়। সারা রাজ্যের মানুষ এর নিন্দা করবেন। পশ্চিমবঙ্গ দুষ্কৃতীদের দখলে চলে গিয়েছে।’’
চিকিৎসক গুমটা বলেছেন, ‘‘প্রশাসনের যা ভূমিকা, তাতে আমাদের আশঙ্কা ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে।
PGT DOCTOR BODY
পড়ুয়া চিকিৎসকের দেহ সেমিনার রুমে, তীব্র নিন্দা
×
Comments :0