কসবার এক হোটেলের ঘর থেকে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। মৃত্যুর কারণ অনুসন্ধানের জন্য তদন্তে নেমেছে কসবা থানার পুলিশ। কলকাতা পুলিশ কমিশনারের যুগ্ম-কমিশনারেট রূপেশ কুমারও ঘটনাস্থলে পৌঁছান। পাশাপাশি ফরেন্সিক দল, ডগ স্কোয়াড ও ঘটনাস্থলে পৌঁছায় ।তবে ঘটনাটি ঘিরে চাঞ্চ্যলের সৃষ্টি হয়েছে।
শনিবার দুপুরে কসবার রাজডাঙার একটি পাঁচতারা হোটেল থেকে ওই যুবকের দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম আদর্শ লোসাল্কা (৩৩)। শুক্রবার রাতে ওই যুবক সহ আরও দুই যুবক ওই হোটেলের একটি রুম ভাড়া নেন। বেশ কিচ্ছুক্ষন তারা একসাথে থাকার পর গভীর রাতে বাকি দুজন হোটেল ছেড়ে বেরিয়ে যান। তাদের কেউই পরে আর ফিরে আসেননি। পরে ওই যুবকের দেহ উদ্ধার হয়।
বীরভূমের দুবরাজপুরের বাসিন্দা ওই যুবক কলকাতায় থাকতেন কিনা তা যদিও জানা যায়নি। ঘটনার তদন্তে নেমে পুলিশ হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে। দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানোর সঙ্গে সঙ্গে বাকি দুই যুবকের খোঁজ চালাচ্ছে কসবা থানার পুলিশ।
Comments :0