Dhupguri

দেহ উদ্ধারে চাঞ্চল্য ধূপগুড়িতে

জেলা

অষ্টমীর ভরদুপুরে রাস্তার ধার থেকে এক ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল ধূপগুড়ি পৌর এলাকার ১৫ নম্বর ওয়ার্ডের দুই নম্বর ব্রীজ সংলগ্ন এলাকায়। মৃত ব্যক্তির নাম গোপাল ঘোষ। ​স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ওই ব্যক্তিকে রাস্তায় ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল। কিন্তু কখন এবং কীভাবে তাঁর মৃত্যু ঘটল, তা কেউ বুঝে উঠতে পারেনি। রাস্তা দিয়ে যাওয়ার সময় স্থানীয় বাসিন্দারা ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। পরে জানা যায়, তিনি মারা গিয়েছেন।
​খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং দেহ উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে এবং তারপর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। খবর পেয়ে এলাকার ​সিপিআই(এম) নেতা উদয় মোদক ঘটনাস্থলে ছুটে আসেন এবং বলেন, "রাস্তার ধারে দেহ পড়ে থাকার খবর পেয়ে আমরা আসি। পুলিশ এসে দেহ নিয়ে যায়।"
​জানা গিয়েছে, মৃত গোপাল ঘোষ নেতাজি পাড়ার একটি বিস্কুটের ফ্যাক্টরিতে কাজ করতেন। পুজোর জন্য ফ্যাক্টরি ছুটি থাকায় তিনি ছুটি পেয়েছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Comments :0

Login to leave a comment