সিবিআই হেপাজতে মৃত্যু হয়েছে বগটুই হত্যাকাণ্ডের মূল চক্রী লালন শেখের। সোমবার সিবিআই জানিয়েছে হেপাজতে আত্মঘাতী হয়ে মৃত্যুর হয়েছে লালন শেখের।
৪ ডিসেম্বর গ্রেপ্তার করা হয় এই লালন শেখকে। বগটুই মামলায় এই লালন শেখকেই মূল চক্রী হিসেবে অভিযুক্ত করেছে সিবিআই। রামপুরহাটে সিবিআই’র অস্থায়ী ক্যাম্পে লালনকে রাখা হয়েছিল। লালনের মৃত্যু কিভাবে হয়েছে সন্ধ্যে পর্যন্ত স্পষ্ট নয়। সিবিআই জানিয়েছে, গলাব দড়ি দিয়ে আত্মঘাতী হয়ে মৃত্যু হয়েছে লালন শেখের। দিল্লিতে সিবিআই’র প্রধান দপ্তর থেকে ঘটনার ব্যাখ্যা চাওয়া হয়েছে।
২১ মার্চ বগটুই হত্যাকাণ্ডে রাজ্যজুড়ে আলোড়ন পড়ে। ওই দিন বগটুই মোড়ে খুন হন তৃণমূলের উপপ্রধান ভাদু শেখকে। এরপর বদলা নেওয়া হয়। পরপর বাড়িতে পেট্রল, কেরোসিন দিয়ে আগুন লগানো হয়। জ্বলন্ত দগ্ধ হয়ে মৃত সাত জনের দেহ পাওয়া যায়। গুরুতর আহত তিন মহিলার মৃত্যু হয় হাসপাতালে। ঘটনার পর পলাতক ছিল লালন শেখ। সিবিআই’র অভিযোগ পুড়িয়ে হত্যার প্রধান চক্রী লালনই।
মামলায় সিবিআই ২০ জুন প্রাথমিক চার্জশিট দাখিল করে। পরের চার্জশিট দাখিল করে ২১ নভেম্বর।
Comments :0