AIR INDIA BOMB THREAT

বোমার হুমকিতে এয়ার ইন্ডিয়ার বিমানকে নামাতে হলো কানাডায়

জাতীয়

বোমার হুমকির জেরে এয়ার ইন্ডিয়ার বিমানকে নামতে হলো কানাডার বিমানবন্দরে। নয়াদিল্লি-শিকাগো রুটের বিমান জরুরি অবতরণ করে কানাডার ইকালুয়েট বিমানবন্দরে। যদিও বিমানে তল্লাশির পর দেখা গিয়েছে অনলাইনে ভুয়ো হুমকি ছড়ানো হয়েছে। মঙ্গলবার মোট ৭টি বিমানকে নামানো হয়েছে ভুয়ো হুমকির জেরে।
মঙ্গলবার ভারতে একাধিক উড়ান ঘিরে এমন হুমকির বার্তা এসেছে। দাম্মাম-লক্ষ্ণৌ ইন্ডিগো উড়ান, অযোধ্যা-বেঙ্গালুরু এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, দ্বারভাঙা-মুম্বাই স্পাইসজেট উড়ান, বাগডোগরা-বেঙ্গালুরু আকাশ এয়ার বিমানও রয়েছে তার মধ্যে। 
সোমবার ইন্ডিগোর দু’টি এবং এয়ার ইন্ডিয়ার একটি বিমানেও হুমকি বার্তা এসেছিল বলে জানা গিয়েছে। 
মঙ্গলবার এয়ার ইন্ডিয়া জানিয়েছে, এআই১২৭ বিমান দিল্লি থেকে শিকাগো যাওয়ার কথা ছিল। মাঝপথে সুরক্ষা সংক্রান্ত হুমকি অনলাইনে পাওয়া যায়। তার জেরে কানাডার ইকালুয়েট বিমানবন্দরে জরুরি ভিত্তিতে বিমানটিকে নামানো হয়।
এয়ার ইন্ডিয়া বলেছে, বিমানবন্দরে নামার পর যাত্রীদের ফের তল্লাশি করা হয়েছে। ইকালুয়েট বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে চলছে এয়ার ইন্ডিয়া। যাত্রীদের যাতে অসুবিধা না হয় দেখা হচ্ছে। 
এয়ার ইন্ডিয়া জানিয়েছে ভারতীয় সময় ভোর ৩টেয় রওনা হয়েছিল বিমানটি। বিকেল ৫.৩৮ মিনিটেও বিমানটি কানাডায় রয়েছে।

Comments :0

Login to leave a comment