Book Review — BHABANISHANKAR CHAKRABORTY / MUKTADHARA - 11 AUGUST

বই — বিচিত্র ও বিপ্রতীপ অনুভূতির দ্বান্দ্বিক খণ্ডচিত্র  / মুক্তধারা

সাহিত্যের পাতা

Book Review  BHABANISHANKAR CHAKRABORTY  MUKTADHARA - 11 AUGUST

বই

বিচিত্র ও বিপ্রতীপ অনুভূতির দ্বান্দ্বিক খণ্ডচিত্র 
ভবানীশংকর চক্রবর্তী

                
তাঁর "কবির মূর্তির পাদদেশে" কবিতায় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী বলেছিলেন_ 
---- ----- ----- -----তবে
কে বানিয়েছিল এই কবিকে?
বানিয়েছিল তাঁরই  সময়।
তাঁরই প্রস্তুতিপর্বের নিরন্তর ব্যর্থতা ও গ্লানি,
অপমান ও যন্ত্রণা ।
সত্য,কবিকে বানিয়ে তোলার কারিগর সময়।আর সেই সময়পর্বের বন্ধুর ভূমিতে দাঁড়িয়ে কবি তাঁর কবিতায় এঁকে দেন অন্তর্গত ব্যক্তিক ও কালিক যন্ত্রণার কোলাজ ।কবি উপেক্ষিৎ শর্মার    'কবিতার কথা কাটাকাটি ' কাব্যগ্রন্থটি পড়তে পড়তে নীরেন্দ্রনাথের কথাগুলি মনে পড়ছিল বারবার ।উপেক্ষিৎ বইটির  ভূমিকায় নিজেই বলেছেন, 
" যন্ত্রণাকাতর বিবেকের চমকে দৃষ্টি প্রসারিত করলাম বেদনার্ত হতাশায়।--- --- ---তবুও আমি পরাজিত বিক্রমে শুরু করলাম লেখা,
এলোমেলো, এবড়োখেবড়ো।


            কে কত বড়ো কবি,সে বিচার সময়ই করবে ।তবু আমরা যারা কবিতাকে ভালোবেসে, কবিতা পাঠ করে আনন্দ পাই, তারা সবাই সমকালীন প্রেক্ষিতেই বিচার করব,বলা ভালো, বুঝে নিতে চাইব কবির বোধসঞ্জাত শব্দশিল্পকে।"
সেই বিচারে উপেক্ষিৎ -এর বক্ষ্যমাণ  বইটির বেশিরভাগ কবিতাই মানোত্তীর্ণ বলা চলে । কবি এই গ্রন্থের অন্তর্ভুক্ত কবিতাগুলোকে পাঁচটি ভিন্ন ভিন্ন পর্বে  বিন্যস্ত করেছেন।সেগুলি হল ১।আয়নার খুব কাছে মুখ,২।কবি সিরিজ ,৩।কলকাতায় আমি ও বীথি রায়,৪।চতুর্দশপদী কবিতাবলি  ও ৫।দীর্ঘ কবিতা।বস্তুত, সকল পর্বের কবিতার মধ্যেই উপেক্ষিৎ ফুটিয়ে তুলেছেন যুগপৎ ব্যক্তিক ও নৈর্ব্যক্তিক  'কিছু দেওয়া' ' কিছু নেওয়া'র না- মেলা  অঙ্ক ,যা আসলে ব্যর্থতা-সফলতা,
প্রেম-অপ্রেম, গ্লানি-শ্লাঘা,
মান-অপমান,
যন্ত্রণা -সুখ ইত্যাদি বিচিত্র অনুভূতির দ্বান্দ্বিক খণ্ডচিত্র । দু-একটি কবিতার  কতিপয় পঙক্তি উদ্ধার করা এখানে প্রাসঙ্গিক হবে__
১।অন্ধকার এভাবে আভূমি লগ্ন হয়ে আছে
আমাদের সামনে পেছনে 
( অন্ধকার দিনগুলো)
২।এ শহরে শেয়ালের বাসা নেই , তবুও তো 
শেয়ালেরা আনন্দের হাহা রবে শহর কাঁপায় --- ---
( কলকাতা ১ )
৩।এরকম ইচ্ছে নয়,ইচ্ছে ছিল অন্য প্রতিরোধ
উলঙ্গ শিশুর জন্য দুখানা রুটির তোড়জোড়
( জীবনসংক্রান্ত মানবিক দস্তাবেজ) ।
        এরকম অনেক  'কবিতার কথা কাটাকাটি ' আছে  কবিতাগুলির মধ্যে।দেবাঞ্জনা চ্যাটার্জি-র ব্যঞ্জনাধর্মী প্রচ্ছদ নজর কাড়ে।দু-একটি প্রমাদ চোখে পড়লেও মুদ্রণ বেশ ভালোই বলা চলে। কাগজ ও বাঁধাই উচ্চ মানের ।কবিতা যাঁরা ভালোবাসেন,তাঁদের  সংগ্রহে রাখার মতো বইটি।

"কবিতার কথা কাটাকাটি"
উপেক্ষিৎ শর্মা ,
সাহিত্যজগৎ 
৫৩/১/১ডা. নীলমণি সরকার স্ট্রিট,
কলকাতা - ৯০
মোবাইল -৯৯০৩৪২৪৬৪১২৭

মূল্য -১২০ টাকা


 

Comments :0

Login to leave a comment