উদ্ভাবক এবং লাদাখে পূর্ণ রাজ্যের দাবিতে আন্দোলনের নেতা সোনম ওয়াঙচুকের মুক্তির দাবি জানালো সব কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন।
ওয়াঙচুককে রাজস্থানের যোধপুর জেলে বন্দি করেছে কেন্দ্রের বিজেপি সরকার। জাতীয় সুরক্ষা আইনে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তাঁর গ্রেপ্তারির নিয়ে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে মামলা। শীর্ষ আদালত নোটিস পাঠিয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের প্রশাসন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
সিআইটিইউ সহ কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নসমূহের বিবৃতিতে বলা হয়েছে, সোনম ওয়াঙচুকের নিঃশর্ত মুক্তি চাই। কেন্দ্রীয় সরকারের লাদাখের মানুষের প্রতিনিধিদের সঙ্গে স্বচ্ছ আলোচনা প্রক্রিয়া চালাতে হবে। তাঁদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা এবং সাংবিধানিক সংস্থান চালুর দাবিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে।
লাদাখকে পূর্ণ রাজ্যের স্বীকৃতির পাশাপাশি সংবিধানের ষষ্ঠ তফসিলের আওতায় আনার দাবিতে চলছে আন্দোলন।
এদিন বিবৃতিতে সই করেছেন সিআইটিইউ সাধারণ সম্পাদক তপন সেন, এআইটিইউসি’র সাধারণ সম্পাদক অমরজিৎ কৌর সহ এইচএমএস, আইএনটিইউসি, এআইইউটিইউসি, টিইউসিসি, এসইডব্লিউএ, এআইসিসিটিইউ, এলপিএফ, ইউটিইউসি নেতৃবৃন্দ।
Wangchuk CTU
ওয়াঙচুকের মুক্তি দাবি কেন্দ্রীয় ১০ ট্রেড ইউনিয়নের

×
Comments :0