Bangla Bachao Yatra

বাংলা বাঁচাও যাত্রাকে স্বাগত জানাতে সরগরাম কোচবিহার

রাজ্য জেলা বাংলা বাঁচাও যাত্রা

ছবি অমিত কুমার দেব।

বাংলা বাঁচাও যাত্রা সফল করার আহ্বান জানিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় কোচবিহার শহরে পদযাত্রা করলো সিপিআই(এম)। হয়েছে সভাও। এদিন সিপিআই(এম) কোচবিহার জেলা দপ্তরের সামনে থেকে মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। এরপর শহরের এ এল দাস চৌপথিতে হয় সভা। এদিনের এই কর্মসূচির নেতৃত্বদেন সিপিআই(এম) কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায়, পার্টি নেতা মহানন্দ সাহা, রুহুল আমিন খন্দকার, গৌতম রায় প্রমূখ।
২৯নভেম্বর কোচবিহার জেলার তুফানগঞ্জ থেকে শুরু হচ্ছে সিপিআই(এম)এর বাংলা বাঁচাও যাত্রা। ১৭ডিসেম্বর এই যাত্রা শেষ হবে উত্তর ২৪পরগনা জেলার কামারহাটিতে। ২৯ নভেম্বর বেলা ১টায় তুফানগঞ্জ দোল মেলার মাঠে জনসভার মধ্য দিয়ে শুরু হবে এই যাত্রা। এই মহতী জনসভায় বক্তব্য রাখবেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্যা মীনাক্ষী মুখার্জি। এছাড়াও থাকবেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য আভাস রায় চৌধুরী, সিআইটিইউ রাজ্য সম্পাদক জিয়াউল আলম, পার্টির রাজ্য কমিটির সদস্য অলকেশ দাস, ময়ূখ বিশ্বাস প্রমূখ। এই সভার শেষে বাংলা বাঁচাও যাত্রা তুফানগঞ্জ থেকে শুরু হয়ে পৌঁছবে আলিপুরদুয়ারের ভাটিবাড়িতে বলে এদিন জানান, সিপিআই(এম) কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায়।

এদিন সিপিআই(এম) রাজ্য সদর দপ্তরে সাংবাদিক সম্মেলনে সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, শনিবার থেকে কোচবিহারের তুফানগজ্ঞ থেকে শুরু হবে সিপিআই(এম) এর ডাকে বাংলা বাঁচাও যাত্রা। ১৭ ডিসেম্বর শেষ হবে কামারহাটিতে। তিনি বলেন, ‘আগামীকাল শুক্রবার কোচবিহারে পঞ্চানন বর্মা এবং আব্বাসউদ্দিনের জন্মস্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।’ তিনি বলেন, বামফ্রন্ট সরকার আব্বাসউদ্দিনের ১০০ বছর পালন করেছিল। কিন্তু এই সরকার আব্বাসউদ্দিনের ১২৫ বছর তা পালন করছে না। আমরা আব্বাসউদ্দিন, পঞ্চান্ন বর্মার অবদানের কথা মাথায় রেখে তাদের সম্মান জানিয়ে বাংলা বাঁচাও যাত্রা শুরু আগে অনুষ্ঠান করবো। 

Comments :0

Login to leave a comment