Inquilab Yatra DYFI

বটুকেশ্বর দত্তের গ্রাম থেকে শুরু ডিওয়াইএফআই’র ইনকিলাব যাত্রা

রাজ্য জেলা

খন্ডঘোষের ওঁয়াড়ি থেকে বর্ধমান স্টেশনে ভগৎ সিংয়ের মূর্তি পর্যন্ত ইনকিলাব যাত্রা। একশো বছর আগে সংগঠিত যুব আন্দোলনকে মূর্ত করতে গড়ে উঠেছিল নওজোয়ান ভারত সভা। তারই শতবর্ষে চলছে ইনকিলাব যাত্রা। 
নওজোয়ান ভারত সভা ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের মধ্যে দিয়েই সমাজ বদলের চেতনায় উদ্বুদ্ধ হয়েছিলেন নওজোয়ান ভারত সভার সদস্যরা। সমাজতন্ত্রের স্বপ্ন দেখেছিলেন। সমাজ বদলের লক্ষ্য জানিয়েছিলেন। 
ডিওয়াইএফআই সভাপতি অয়নাংশু সরকার এবং সম্পাদক ধ্রুবজ্যোতি সাহা জানিয়েছেন, দেশের সরকারে আসীন আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি সরকার সাম্রাজ্যবাদের কাছে আত্মসমর্পণের নীতি নিয়ে চলছে। ইনকিলাব যাত্রা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সমাজের সব অংশের ঐক্য গড়ার ডাক দিচ্ছে।
গাজায় গণহত্যার পরও মার্কিন সহযোগী ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে অভিনন্দন জানাচ্ছেন দেশের প্রধানমন্ত্রী। বাণিজ্য চুক্তির নামে আমেরিকার কর্পোরেটের জন্য দেশের কৃষি বাজার খোলার চাপ দিচ্ছে ট্রাম্প সরকার। আমদানি শুল্ক বসানো হয়েছে চড়া হারে। কিন্তু মোদী সরকার প্রত্যাঘাতের পথে যাচ্ছে না। ইনকিলাব যাত্রায় সাম্রাজ্যবাদকে তোষণের এই নীতির বিরুদ্ধে স্লোগান উঠেছে। 
শনিবার সকালে ওয়াড়িতে স্বাধীনতা সংগ্রামী বটুকেশ্বর দত্তের গ্রামে তাঁর মূর্তিতে শ্রদ্ধা জানান যুব নেতৃবৃন্দ। ছিলেন প্রাক্তন যুব নেতা আভাস রায়চৌধুরী। ইনকিলাব যাত্রায় অংশ নিয়েছেন যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি।

Comments :0

Login to leave a comment