Dean Removed in Kalyani University

কুরুচিকর মন্তব্য, ডিনকে সরালো কল্যাণী বিশ্ববিদ্যালয়

জেলা

মহিলা শিক্ষিকাকে জড়িয়ে উপাচার্য সম্পর্কে কুরুচিকর মন্তব্য করার দায়ে কলা ও বাণিজ্য অনুসদের অধ্যক্ষ পদ থেকে  পার্থ সারথি দে-কে সরিয়ে দিল কল্যাণী বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায় কয়েকজন শিক্ষকের পদোন্নতি আটকাতে সচেষ্ট ছিলেন এই ডিন। 
উপাচার্য অমলেন্দু ভুঁইয়া তা মানতে চাননি। শিক্ষকদের পদোন্নতির প্রক্রিয়া চালু রাখার নির্দেশ দেন উপাচার্য। সে ঘটনার পরিপ্রেক্ষিতে ডিন পার্থ সারথি দে এক মহিলা শিক্ষিকাকে জড়িয়ে উপাচার্য সম্পর্কে কুরুচিকর ইঙ্গিত করেন। বিশ্ববিদ্যালয়ের সুনামহানি ও উপাচার্য পদের মর্যাদা নষ্ট করার দায়ে সোমবার তাঁকে কলা ও বাণিজ্য অনুসাদের পথ থেকে সরিয়ে দেওয়া হয়।
গত শুক্রবার পার্থসারথি দে-কে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেবাংশু রায় কারণ দর্শানোর নির্দেশ দিয়েছিলেন। পার্থসারথি দে উত্তরে কিছুই বিশ্ববিদ্যালয়কে জানাননি বলে খবর। এই পার্থসারথি দে শাসকদলের ঘনিষ্ঠ শিক্ষকদের সংগঠন ওয়েবকুপার রাজ্য কমিটির সদস্য।

Comments :0

Login to leave a comment